

গেল বছরের সেরা কিছু ছবি

বিদায় নিয়েছে ২০১৬ সাল। ন্যাশনাল জিওগ্রাফি বছরের সেরা কিছু ছবি প্রকাশ করেছে। মোটা ৯১ জন ফটোগ্রাফারের ২২ লাখ ৯০ হাজার ২২৫টি ছবি থেকে এগুলো বেছে নেওয়া হয়েছে। দেখে নিন সেরা ছবিগুলোর কয়েকটিকে। এই ছবিটি মস্কোর সুউচ্চ ভবনে তোলা ছবি।

নেবরাস্কার উড রিভারের একটি ছবি। আকাশটা যেন কাছাকাছি নেমে এসেছে।

বাহামায় একটি টাইগার শার্কের পাশেই দাঁড়িতে এক দুঃসাহসীক ডাইভার।

চীনের ওলং ন্যাচার রিজার্ভে ১৬ বছর বয়সী এক পান্ডা।

চোখ পরীক্ষা করা হচ্ছে ভারতের সুন্দরবন অঞ্চলে।

বর্নিয়ান ওরাংওটান ১০০ ফুট ওপরে উঠে পড়েছে। তার ওজন ২০০ পাউন্ডের মতো। সুউচ্চ সব গাছে এরাই বাস করে।

পেরুর মানু ন্যাশনাল পার্কে এক মাতসিগেনকা কন্যার মাথায় দেখুন। ইয়োমিবাতো নদীকে গোসল করছে সে। মাথায় একটি তামারিনকে দেখা যাচ্ছে।

ইরাকের রামাদি শহরে আইএসআইএস-এর ধ্বংযজ্ঞের ছবি। একটি শরণার্থী পরিবারকে দেখা যাচ্ছে।

ইয়েলোস্টোন অঞ্চলের একটি ছবি। গ্রিজলিদের জন্য অঞ্চলটি যেন বিস্তৃতি পেয়েছে। গ্র্যান্ড টেটোন ন্যাশনাল পার্কের একটি ছবি।

ডেলফির অ্যাথেনা প্রোনাইয়ার একটি উপাসনালয়ের ছবি।

ফ্লোরিডার অগাস্টাইনের প্যানগোলিনের কনজারভেশনে এক প্যানগোলিনের পিঠে তার বাচ্চা।

মিশিগানের ফ্লিন্টে তিন ভাই-বোনে স্থানীয় একটি ফায়ার স্টেশন থেকে বোতলজাত পানি নিয়ে যাচ্ছে।

সূর্যের খরতাপ থেকে বাঁচতে কচ্ছপদের কাণ্ড।

বুল এল্কের মাংস সংগ্রহ করে কেউ নিয়ে যাচ্ছেন। তিনি নিয়ে যাচ্ছেন সেই প্রাচীন আমলের মতো। ঘোড়ার পিঠে করে নেওয়া হচ্ছে একে।

রাশিয়ার বোভানেনকভো ন্যাচারাল গ্যাস ফিল্ডের ছবি। ইয়ামাল পেনিনসুলায় অবস্থিত এটি। সূত্র: ন্যাশনাল জিওগ্রাফি।