

আমেরিকার যত মাস্টারপিস স্থাপনা

মিনেপোলিসের দ্য ওয়াকার আর্ট সেন্টারটি বাক্সের আকৃতির এক ভবন। এডওয়ার্ড লারাবি বার্নেস এর ডিজাইনার। ২০০৫ সালে হেরজগ এবং মিউরন পরে একে বিস্তৃত করেন।

স্পেনিশ রেঁনেসা যুগের দারুণ স্থপতি সেইন্ট লুইস ক্যাথেড্রাল লুইসিয়ানার নিউ অর্লিন্সের সবচেয়ে আইকনিক ভবন।

ওয়াশিংটন ডিসি'র ঠিক বাইরেই রয়েছে ওয়াশিংটন ডুলেস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। ভার্জিনিয়ার চ্যান্টিলিতে অবস্থিত এটি। মসৃণ ও কার্ভড ডিজাইন মনোমুগ্ধকর।

শিকাগোর মেরিনা সিটি'র ডিজাইন করেন স্থপতি বার্ট্রান্ড গোল্ডবার্গ। এর উচ্চাকাঙ্ক্ষী ডিজাইন সত্যিই অবাক করার মতো।

ফিলাডেলফিয়ার থার্টিথ স্ট্রিট স্টেশন ভবনের ডিজাইন গ্রাহাম। এটি নকশা করেন গ্রাহাম, অ্যান্ডারসন, প্রোবস্ট এবং হোয়াইট অ্যাসোসিয়েটস।

ফ্লোরিডার সেইন্ট পিটার্সবার্গের ডালি মিউজিয়াম ভবনটি ডিজাইন করে আর্কিটেকচার ফার্ম এইচওকে। এখানে সালভাদোর ডালির কিছু কাজ সংরক্ষণ আছে।

পৃথিবীর সর্বোচ্চ রেসিডেন্টাল ভবন ৮ স্পার্স স্ট্রিট। এটি ডিজাইন করেন ফ্রাঙ্ক গেহরি। আকাশছোঁয়া ভবনটি ৮৯২ ফুট উঁচু।

লস অ্যাঞ্জেলসের দ্য ওয়াল্ট ডিজনি কনসার্ট হলটি ফ্রাঙ্ক গেহরির এক মাস্টারপিস। নান্দনীক ভবনটি স্টেইনলেস স্টিলের তৈরি।

ট্রেন স্টেশন যে শৈল্পিক হতে পারে তার প্রমাণ ওহিওর সিনসিনাতি ইউনিয়ন টার্মিনাল। এটি নির্মাণ করেন স্থপতি আলফ্রেড টি ফেলহেইমার এবং স্টিয়ার্ড ওয়াগনার। তাদের সঙ্গ দিয়েছেন পল ফিলিপে ক্রিট এংব রোল্যান্ড ওয়াঙ্ক।

লস অ্যাঞ্জেলসের দ্য গেটি সেন্টারের ডিজাইন করেন রিচার্ড মেইয়ার। এটা সান্তা মনিকা হিলের এক দৃষ্টিনন্দন স্থাপনা।

নিউ ইয়র্ক সিটির দ্য সিগ্রাম বিল্ডিংটি তৈরি হয়েছে কাচ ও ব্রোঞ্জ দিয়ে। নকশা করেন জার্মান স্থপতি লুডউইগ মিয়েস।

নিউ ইয়র্ক সিটির এইটথ এভিনিউকে মাথায় রেখে তৈরি করা হয় দ্য হিয়ার্স্ট টাওয়ার। আধুনিক স্কাইস্ক্র্যাপারটি দাঁড়িয়ে আছে আভিজাত্য নিয়ে।

সসারের মতো আকৃতির এই ভবনটি স্পেসপোর্ট আমেরিকা। নিউ ম্যাক্সিকোর মরুভূতিতে শোভা পাচ্ছে অনন্য ভবনটি।

নিউ ইয়র্কের নতুন ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের ভেতরের অংশ। এটি ডিজাইন করেছেন স্পেনিশ স্থপতি সান্তিয়াগো ক্যালাট্রাভা।

নিউ ইয়র্কের জন জে কলেজের নতুন ভবনটির ডিজাইন করে আর্কিটেকচার ফার্ম স্কিডমোর, ওইংগস অ্যান্ড মেরিল। ২০১৫ সালে এটি আমেরিকান ইনস্টিটিউট অব আর্কিটেকচারের পুরস্কার জিতে নেয়।

আইকনিস সলোমন আর গুগেনহেইম মিউজিয়ামের ডিজাইন করেন ফ্রাঙ্ক লয়েড রাইট। এই ভবনটি নিউ ইয়র্ক সিটির পূর্বের অংশকে শোভিত করেছে।

ম্যানহাটানের মিডলটাইনের নিউ ইয়র্ক টাইমস-এর ভবনটি রেঞ্জো পিয়ানোর অনবদ্য সৃষ্টি। এতে সংবাদপত্র এবং শহরের ছবি ফুটে উঠেছে।

নিউ ইয়র্কের ডাব্লিউ আর গ্রেস বিল্ডিংয়ের ঢালু ডিজাইনটি একে অনন্য করেছে। স্কিডমোর, ওইংগস অ্যান্ড মেরিলের গর্ডন বানশ্যাফ্টের সৃষ্টি এটি।

টেক্সাসের ডালাসের পেরোট মিউজিয়াম অব নেচার অ্যান্ড সায়েন্স এর স্পষ্ট কোণ এবং ভবিষ্যতের ডিজাইন একে আমেরিকার সেরা ভবনগুলোর তালিকায় এনেছে।

অ্যারিজোনার সেডোনাতে গড়ে তোলা হয়েছে চ্যাপেল অব হলি ক্রস। এর ডিজাইন করেন স্থপতি রিচার্ড হেইন এবং অগাস্ট কে স্ট্রোলজ। এর ডিজাইন সম্মাননা জিতে নিয়েছে। সূত্র : বিজনেস ইনসাইডার