

বিষয়টি যখন রাশিয়ার 'আন্তর্জাতিক আর্মি গেমস'

এ বছরের জুলাইয়ের ৩০ তারিখে ট্যাঙ্ক-বিয়াথলন প্রতিযোগিতায় একটি ট্যাঙ্কের ব্যারেল।

একটি টি-৭২ ট্যাঙ্ক। আজারবাইজানের এক ক্রু টার্গেটকে ফায়ার করছেন।

আরেকটি টার্গেটে ফায়ার করছে আরেকটি ট্যাঙ্ক।

মস্কোর বাইরে আলাবিনোতে একটি টি-৭২ ট্যাঙ্ক নিয়ে ছুটছেন আজারবাইজানের এক ক্রু।

আগস্টের ৭ তারিখে অস্ত্রাখানের কাছে এস-৩০০ এয়ার ডিফেন্স সিস্টেম থেকে মিসাইল ছোঁড়া হচ্ছে।

অস্ত্রাখানের বাইরে আশুলুক মিলিটারি পলিগনে ক্রোনেট-বি১ মোবাইল অ্যান্টিট্যাঙ্ক মিসাইলি কমপ্লেক্স থেকে গোলা ছোঁড়া হচ্ছে।

রাশিয়ার এক ক্রু চালাচ্ছেন বিএমপি-২ অ্যাম্ফিবিয়াস ইনফ্যান্ট্রি ফাইটিং ভেহিকল।

আরেকটি বিএমপি-২ অ্যাম্ফিবিয়াস ইনফ্যান্ট্রি ফাইটিং ভেহিকল চালাচ্ছেন কাজাখস্তানের এক ক্রু।

ইঞ্জিনিয়ারিং অংশেও চলে প্রতিযোগিতা।

ওপেন ওয়াটার কম্পিটিশনে পন্টুন ব্রিজ দিয়ে টি-৮০ ট্যাঙ্ক নিয়ে যাচ্ছে রাশিয়ার ক্রুরা।

রেইয়েভস্কির শুটিং রেঞ্জে এয়ারবর্ন স্কোয়াডস-এর প্যারাট্রুপার প্লাটুন প্রতিযোগিতায় চাইনিজ ক্রু।

রাশিয়ার রাইয়াজানের বাইরে আকাশে উড়ছে মিকোয়ান মিগ-২৯ জেট ফাইটার।

টাইট ফরমেশনে স্ট্রিঝি অ্যারোবেটিক প্রদর্শন।

এরা ফ্যালকন্স অব রাশিয়া। উড়ছে সুখোই সু-৩০এসএম জেট ফাইটার।

এরা রাশিয়ান নাইটস। আকাশে ওড়াচ্ছেন সুখোই সু-২৭ জেট ফাইটার।

ডাবরোভিচিতে টুপোলেভ ট্যু-২২এম৩ থেকে ফেলা হচ্ছে বোমা।

মিলিটারি ট্রান্সপোর্ট অংশে আকাশে উড়ছে ইল্যুসিন আইএল-৭৬।

বার্কুতি (গোল্ডেন ঈগল) টিমের মিল এমআই-২৮এন নাইট হান্টার মিলিটারি হেলিকপ্টার।

আরেকটি মিল এমআই-২৮এন।

স্থল বা আকাশেই কেবল ক্রু ছিলেন না, তাদের বিচরণ ছিলো নদীতেও।

এলব্রাস রিং ঘুরে ৬২ মাইল পাড়ি দেন আন্তর্জাতিক ট্রুপস।

রাশিয়ার দিত্রোভের বাইরে মিলিটারি কুকুরকে নিয়ে এক ক্রু।

রাশিয়ার সেনারা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পোশাকে উদয় হলেন। সূত্র : বিজনেস ইনসাইডার