

গুগলের বিজ্ঞাপনে প্রচার নিষিদ্ধ পণ্য বা সেবা

গত বছরের জুলাই থেকে গুগল তার বিজ্ঞাপনে পে ডে লোন বিষয়ে নিষিদ্ধ করে। এ ছাড়া যে ঋণে সুদের হার ৩৬ শতাংশের বেশি তার নিষিদ্ধ করা হয়।

খেলা বা আত্মরক্ষা যে কারণেই হোক না কেন পেইন্টবল, এয়ারসফট এবং বিবি গানের বিজ্ঞাপন নিষিদ্ধ করা হয়।

আতশবাজির বিজ্ঞাপনও নিষিদ্ধ।

রাজনীতি-ভিত্তিক বিজ্ঞাপন নিষিদ্ধ। বিশেষ করে তাইওয়ান বা তিব্বতের স্বাধীনতা, হংকং ডেমোক্রেটিক পার্টি বা ১৯৮৯ সালের তিয়ানানমেস স্কয়ার বিষয়ক বিজ্ঞাপন প্রচার পাবে না।

যৌন উত্তেজনা সৃষ্টিকারী ওষুধ, যেমন ভায়াগ্রার বিজ্ঞাপন প্রচার পাবে না।

সিগারেট, তামাক এবং তামাক সংশ্লিষ্ট পণ্যের বিজ্ঞাপন প্রচার নিষিদ্ধ।

হোক তা স্বাস্থ্যের জন্যে ভালো বা সৃষ্টিশীল, মাদক বা নেশা জাতীয় পণ্যের বিজ্ঞাপন নিষিদ্ধ।

ভুয়া আইডি কার্ডের বিজ্ঞাপন প্রকাশ পাবে না।

নানা সমস্যার সম্মুখীন শিক্ষার্থীদের শিক্ষা সংক্রান্ত কাগজপত্র লিখে দেওয়া বা পরীক্ষা নেওয়ার সেবা প্রদান বিষয়ক বিজ্ঞাপন প্রকাশ পাবে না।

হ্যাকারদের কোনো বিজ্ঞাপন প্রচার পাবে না।

বিস্ফোরক পণ্য বা পদার্থের বিজ্ঞাপন নিষিদ্ধ গুগলে।

বন্দুক বা পিস্তলের বিজ্ঞাপন প্রচার পাবে না।

মারাত্মক সব ছুরি-চাকুর বিজ্ঞাপন প্রচার নিষিদ্ধ গুগলে।

জঙ্গী সংগঠন আইএসআইএস-এর বিজ্ঞাপন প্রকাশ পাবে না। এদের ভয়ংকর কথা, নৃশংস চিত্র ইত্যাদি প্রচার নিষিদ্ধ তালিকায় রয়েছে।

প্রাপ্তবয়স্কদের জন্যে প্রযোজ্য কোনো বিজ্ঞাপন প্রচার পাবে না গুগলে। ফলে ডেটিং সার্ভিস, যৌন উত্তেজনাকর কনটেন্ট বা পাত্রী খোঁজার সাইট ইত্যাদি স্থান পাবে না বিজ্ঞাপনে।

জুয়া সংক্রান্ত কোনো বিজ্ঞাপন বা ক্যাসিনোর বিজ্ঞাপন প্রকাশ পাবে না। সূত্র : বিজনেস ইনসাইডার

যে সব প্রাণীর অস্তিত্ব বিলুপ্তির পথে বা যারা অস্তিত্বের লড়াইয়ে রয়েছে, তাদের বিজ্ঞাপন প্রচার নিষেধ।