

পুরনো সময়ের অদ্ভুত কিছু বিজ্ঞাপন

১. পামমোলিভের ১৯২০-এর দশকের একটি বিজ্ঞাপনে বলা হয়, নারীদের বুদ্ধিমত্তার চেয়ে সৌন্দর্যটাই বড়।

২. ১৯৪০ এর সময় ক্যামেল বিজ্ঞাপনে বোঝায় যে সিগারেট আসলে আপনার জন্যে ভালো।

৩. ১৯২০-এর দশকে জেলোর একটি বিজ্ঞাপনে দেখানো হয়, একটি কালো চামড়ার ছেলে এক সাদা চামড়ার নারীকে সেবা দিচ্ছে।

৪. ১৯৩০-এর দশকে কিলোগের বিজ্ঞাপনে বাসার কাজে নারীদের আরো বেশি পরিশ্রমী হতে উৎসাহিত করা হয়।

৫. ১৯৫০ এর দশকে এই বিজ্ঞাপনের মাধ্যমে শিশুকে সেভেন আপ খাওয়াতে উৎসাহ দেওয়া হয় মায়েদের।

৬. সোডা পপ বোর্ড অব আমেরিকা একই কৌশল নেয়।

৭. ১৯৫০-এর দশকে মালবোরো সিগারেট বিক্রির জন্যে শিশুদের ছবি ব্যবহার করে।

৮. ১৯৫০-এর দিকে একটি বিজ্ঞাপনে ভ্যান হিউসেন কালো মানুষদের অভদ্র বলে তুলে ধরে।

৯. হুভার ১৯৬০ সালের একটি বিজ্ঞাপনে বুঝিয়ে দেয় যে, নারীদের সেরা উপহার হতে পারে বাসা পরিষ্কারের যন্ত্র।

১০. ১৯৭০-এর একটি বিজ্ঞাপনে বাচ্চাদের আবেদনময়ী করে উপস্থাপন করে বেবি সফট।

১১. ওল্ড গোল্ড তাদের বিজ্ঞপনে নারীদের সিগারেট হোল্ডার হিসাবে তুলে ধরে।

১২. এনকে ফেয়ারব্যাংক কোং কালো শিশুদের অপরিষ্কার করে তুলে ধরে।

১৩. লাইসল নারীদের 'সন্দেহজনক', 'অবহেলিত' এবং 'নিষিদ্ধ' বলে প্রচার করা হয়।

১৪. জেড ইস্ট তার বিজ্ঞাপনে অনুজ্ঞার প্রয়োজনীয়তার কথা পুরোপুরি অবহেলার চোখে দেখে।

১৫. ওয়ার্নার ১৯৬৭ সালে তাদের বিজ্ঞাপনে নারীদের গঠন প্রকাশে ফলকে বেছে নেয়। এতে বলা হয় যে নারীদের 'অতিরিক্ত নিম্নাঙ্গ' এবং 'খুব ছোট ওপরের অংশ' রয়েছে তাদের সমাধান দেওয়া হবে।

১৬. ট্যাব ১৯৬৯ সালে নারীদের চিনি থেকে দূরে থাকতে বলে পুরুষদের খুশি করার জন্য।

১৭. ১৯০০ সালের প্রথম দিকে পিয়ারস সোপ পরিষ্কার-পরিচ্ছন্নতার শিক্ষাকে সাদা মানুষের কাঁধের বোঝা বলে মন্তব্য করে।

১৮. মালবোরোর সিগারেট বিক্রির আরেকটি উদাহরণ।