

বিশ্বের সবচেয়ে বড় গুহা \'সন ডুং\'

১৯৯১ সাল পর্যন্ত মানব সভ্যতার অজানা ছিল ভিয়েতনামের ‘সন ডুং’ গুহা।

গুহাটি আকারে এতো বড় যে, এর ভেতর একটা নদী আর জংগল এটে গেছে।

এ গুহাটি এতো বড় যে, ৪০ তলা উঁচু বিল্ডিংও এর ভেতর ঢুকে যাবে

সম্প্রতি এ গুহা দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হয়েছে।

১৯৯১ সাল পর্যন্ত গুহাটি বহিঃবিশ্বের অজানা ছিল।

গুহাটির নানা রহস্য এখনো উন্মোচন করার চেষ্টা করছে গবেষকরা।

গুহাটির ভেতরে একটি বড় নদী আছে। কিন্তু নদীটির উৎস এখনো অজ্ঞাত।

গুহাটির ভেতরে বেশকিছু প্রজাতির উদ্ভিদ পাওয়া গেছে, যা এতোদিন মানুষের অজানাই ছিল।

এখনো গুহাটির অধিকাংশ স্থানেই মানুষের চিহ্ন পড়েনি।

ভিয়েতনামের ‘সন ডুং’ গুহার ভেতরের দৃশ্য।

ভিয়েতনামের ‘সন ডুং’ গুহার ভেতরের দৃশ্য।

সম্প্রতি গুহাটি দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হয়েছে। তবে তা সীমিত পরিসরে।