

দুবাইয়ের আশ্চর্য সব স্থাপনা

দুবাইতে মাথা তুলে দাঁড়িয়েছে বিশ্বের সর্বোচ্চ ভবনসহ বেশ কিছু অসাধারণ ভবন। আর এসব স্থাপনা যেন দেশটির সমৃদ্ধ অর্থনীতির কথাই মনে করিয়ে দিচ্ছে। দুবাই আরব আমিরাতের সাতটি প্রদেশের মধ্যে একটি প্রদেশ। এটি পারস্য উপসাগরের দক্ষিণ তীরে আরব উপদ্বীপে অবস্থিত। ১৮৩৩ সাল থেকে দুবাই শাসন করে আসছে আল মাকতুম পারিবার। দুবাইয়ের বর্তমান শাসকের নাম মুহাম্মদ বিন রশীদ আল মাকতুম, পাশাপাশি তিনি সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রী ও উপ-রাষ্ট্রপতির দায়িত্বও পালন করছেন। দুবাইয়ের প্রধান রাজস্ব আয় হচ্ছে পর্যটন, রিয়েল এস্টেট এবং অর্থনৈতিক সেবা। তেল এবং প্রাকৃতিক গ্যাস থাকলেও তা দেশটির অর্থনীতিতে খুব একটা বড় অবদান রাখে না। দুবাইয়ের অর্থনীতিতে তেল এবং প্রাকৃতিক গ্যাস হতে রাজস্ব আসে ৬ শতাংশেরও কম।

দুবাইয়ে মাথা উঁচু করে দাঁড়িয়েছে ২৭১৬ ফুট উঁচু বুর্জ খলিফা

বুর্জ খলিফার ওপর থেকে নিচের দৃশ্য

বুর্জ আল-আরব সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অবস্থিত একটি হোটেল। এটি বিশ্বের ৪র্থ সুউচ্চ হোটেল। সমুদ্রের তীর থেকে ২৮০ মিটার সমদ্রের ভেতরে কৃত্রিম একটি দ্বীপের উপর এটি নির্মাণ করা হয়েছে। আরবের পুরনো পালতোলা জাহাজের কাঠামোর অনুকরণে বানানো ভবনটি আরবের ঐতিহ্যের প্রতিনিধি।

এটা দুবাইয়ের আরেকটি আশ্চর্য স্থাপনা সায়ান টাওয়ার।

দুবাইয়ের আরেকটি আশ্চর্য স্থাপনা প্যাঁচানো সায়ান টাওয়ার (ডানে)।

২০২০ সালে দুবাই এক্সপোতে এমন প্যাভেলিয়ন নির্মিত হবে

দুবাই এক্সপো ২০২০ এভাবেই নির্মিত হবে