

ব্র্যান্ড হিসেবে বিশ্বের সেরা কয়েকটি শহর

বার্লিন অসাধারণ অবকাঠামো ও আকর্ষণীয় স্থানের সমাহার রয়েছে এ শহরে। এছাড়া বার্লিন শহরের রয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। এ কারণে শহরটি তালিকার সেরা ২৫-এ স্থান পেয়েছে। তবে বাজে আবহাওয়ার কারণে নম্বর কম পাওয়ায় সুন্দর এ শহরটি তালিকার কিছুটা নিচে নেমে গেছে।

মিলান ইটালির অন্যতম শক্তিশালী অর্থনৈতিক শহর মিলান। শহরটির বিশ্বমানের শপিং ও ফ্যাশনের ঐতিহ্য পর্যটকদের আকর্ষণ করে। তবে নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি ও খারাপ আবহাওয়ার কারণে শহরটি তালিকার নিচের দিকে রয়েছে।

মেলবোর্ন অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যের রাজধানী বসবাসের জন্য অত্যন্ত ভালো একটি শহর। এর উদীয়মান শক্তিশালী অর্থনীতি বিশেষ করে প্রযুক্তিবিষয়ক স্টার্টআপগুলো শহরটিকে ভালো র্যাংকিং দিতে সাহায্য করেছে। এ ছাড়াও রয়েছে কম অপরাধের হার ও সবুজ শহর হিসেবে পরিচিতি।

আটলান্টা আটলান্টা শহরের র্যাপিড ট্রানজিট কর্তৃপক্ষ শহরটির সুনাম তৈরিতে ভালো কাজ দিয়েছে। এটি ‘হিপ-হপ’ সংস্কৃতির বৈশ্বিক রাজধানী।

মক্কা ইসলাম ধর্মের মহানবী হযরত মোহাম্মদ (স)-এর জন্মস্থান মক্কা। প্রতি বছর হজ করতে বহু মানুষ এ শহর ভ্রমণ করেন। শহরটির গড় তাপমাত্রা ৩১ ডিগ্রি। গরম আবহাওয়ার পরেও শহরটি লাখ লাখ মানুষের কাছে খুবই প্রিয়।

সাও পাওলো ব্রাজিলের সবচেয়ে বড় এ শহরটিতে রয়েছে অসংখ্য আকর্ষণীয় স্থান। তবে শহরটিতে একা ঘুরে বেড়ানো বিপজ্জনক। আর শহরটির অর্থনীতিও শক্তিশালী।

মুম্বাই ভারতের অর্থনৈতিক সাফল্য থেকে পিছিয়ে নেই মুম্বাই শহর। শহরটির আবহাওয়া ও অবকাঠামো এর ব্র্যান্ড মূল্যকে তুলে ধরেছে।

বুয়েন্স আয়ার্স আর্জেন্টিনার রাজধানী ও ল্যাটিন আমেরিকার অন্যতম আকর্ষণীয় এ শহরটি সারা বিশ্ব থেকে পর্যটক আকর্ষণ করে।

মেক্সিকো সিটি বুয়েন্স আয়ার্স শহরটির মতোই দ্রুত বর্ধনশীল শহর মেক্সিকো। এর রয়েছে ভালো পরিবহন ব্যবস্থা ও সামাজিক আকর্ষণ। কিন্তু মাদকজনিত সমস্যা শহরটির ইমেজ নষ্ট করার জন্য দায়ী।

সিডনি অসাধারণ পরিবহন, শপিং, অর্থনৈতিক সুবিধা ও জলবায়ু- সব মিলিয়ে প্রচুর মানুষের প্রিয় গন্তব্য এ সিডনি।

ব্যাংকক ভ্যাপসা ও গুমোট আবহাওয়ার পরেও এ শহরটি অন্যতম আকর্ষণীয় শহর। পর্যটকদের জন্য এটি অন্যতম আকর্ষণ।

সিঙ্গাপুর এশিয়ার সবচেয়ে বড় নগররাষ্ট্র সিঙ্গাপুরে রয়েছে দারুণ আবহাওয়া ও অবকাঠামো। এতে অপরাধের হার যেমন কম, তেমন যাতায়াত ও শপিং ব্যবস্থাও রয়েছে পর্যাপ্ত।

শিকাগো ইতিহাস, ঐতিহ্য ও অবকাঠামো- অসংখ্য আকর্ষণের কেন্দ্রবিন্দু শিকাগো। এ শহরের অন্যতম সমস্যা বাতাস ও আবহাওয়া। আর শহরটির নিরাপত্তা ব্যবস্থাতেও সুনাম নেই।

মাদ্রিদ স্পেনের জুয়েল হিসেবে খ্যঅত মাদ্রিদে রয়েছে বহু আকর্ষণ। ইউরোপের অন্যতম শহর হিসেবে এর বিকাশ হচ্ছে।

ইস্তাম্বুল সারা বিশ্বের পর্যটকদের অন্যতম আকর্ষণ ইস্তাম্বুল। এ শহরটি সত্যিকার অর্থেই প্রাচ্য ও পাশ্চাত্যের মিলনস্থল। এর রয়েছে ইতিহাস ও সমৃদ্ধ সংস্কৃতি।

দুবাই পর্যটক সংখ্যার ভিত্তিতে সিঙ্গাপুর, প্যারিস ও নিউ ইয়র্ককে শীঘ্রই ছাড়িয়ে যাবে দুবাই। এতে রয়েছে অসংখ্য বিলাসবহুল শপিং মল ও পর্যটন কেন্দ্র। শহরটির নবনির্মিত আকাশচুম্বী অট্টালিকা ও স্থাপনা দেখতে বহু পর্যটক দেশটিতে যাচ্ছেন।

লাস ভেগাস যুক্তরাষ্ট্রের লাস ভেগাস নগরী ক্যাসিনোসহ নানা কারণে অসংখ্য পর্যটককে আকর্ষণ করে। অন্যদিকে নিরাপত্তা ও ক্রমহ্রাসমান অর্থনীতি শহরটির কিছুটা ব্র্যান্ড মূল্য কমিয়ে দিচ্ছে। তার পরেও লাস ভেগাস তার নিজস্ব বৈশিষ্ট্যবলে এখনও এ তালিকার সেরা ১০-এ স্থান পেয়েছে।

সান ফ্রান্সিসকো শপিং, কাজ, সুন্দর যোগাযোগ ব্যবস্থা ও সামাজিক ব্যবস্থা -সব মিলিয়ে এ তালিকার অন্যতম সেরা শহর সান ফ্রান্সিসকো।

রিও ডি জেনিরো ওয়ার্ল্ড কাপ ও অলিম্পিকসহ নানা কার্যক্রমের জন্য সম্প্রতি আলোচনায় উঠে এসেছে রিও ডি জেনিরো।

বার্সেলোনা বার্সেলোনা শহরকে সবাই পছন্দ করে। এ শহরটি রিও ডি জেনিরোর মতোই ঐতিহ্যময়- শুধু অপরাধের হার কম।