

মিলিয়ন ডলারের বক্ষবন্ধনী

দক্ষিণ আফ্রিকার সুপারমডেল ক্যান্ডিস সানেপয়েল ১০ মিলিয়ন ডলার মূল্যের ভিক্টোরিয়া সিক্রেটস ব্র্যান্ডের বক্ষবন্ধনী ২০১৩ সালে একটি ফ্যাশন শোতে প্রদর্শন করেন। ১৮ ক্যারেট গোল্ডের ওপর ৪২০০ পাথর বসিয়ে এটি তৈরি করা হয়েছে।

আড়াই মিলিয়ন ডলার মূল্যের ব্রা পরিহিত অবস্থায় ব্রাজিলিয়ান মডেল অ্যানজেল অ্যালেসান্ড্রা।

অস্ট্রেলিয়ান মডেল মিরান্ডা কের আড়াই মিলিয়ন ডলার মূল্যের ব্রা পরিহিত অবস্থায়।

ব্রাজিলিয়ান মডেল অ্যাঞ্জেল অ্যাড্রিয়ানা লিমার পরনে দুই মিলিয়ন ডলার মূল্যের ব্রা।

তিন মিলিয়ন ডলার মূল্যের ব্রা পরিহিত অবস্থায় ক্যালিফোর্নিয়ার মডেল মেরিসা মিলার।

পাঁচ মিলিয়ন ডলার মূল্যের ব্রা পরিহিত অবস্থায় অ্যাঞ্জেল অ্যাড্রিয়ানা লিমা।

সাড়ে চার মিলিয়ন ডলার মূল্যের ব্রা। এতে খচিত আছে হীরা ও রুবিসহ প্রায় নয় হাজার রত্ন। পরেছেন মডেল সেলিটা ইব্যাংস।

সাড়ে ছয় মিলিয়ন ডলার মূল্যের ব্রা পরেছেন চেক রিপাবলিকের মডেল ক্যারোলিনা কুরকোভা। এতে খচিত রয়েছে দুই হাজার রত্ন।

সাড়ে ১২ মিলিয়ন ডলার মূল্যের ব্রা পরিহিত অবস্থায় ব্রাজিলিয়ান মডেল অ্যাঞ্জেল গিসেলে ব্যান্ডচেন।

১০ মিলিয়ন ডলার মূল্যের ব্রা পরিহিত অবস্থায় মডেল টায়রা হেভেনলি। এটি ৭০ ক্যারেট হীরা বিশিষ্ট। আর এ ‘ব্রা’টির নামও দেওয়া হয়েছে ‘৭০।’

১১ মিলিয়ন ডলার মূল্যের ব্রা পরিহিত অবস্থায় ভিক্টোরিয়া সিক্রেটস-এর ফ্যাশন শোতে মডেল হেইডি ক্লুম।

১০ মিলিয়ন ডলার মূল্যের ব্রা পরেছেন মডেল ক্যারোলিনা কুরকোভা। ভিক্টোরিয়া সিক্রেটস-এর ব্রাটি ১,১৫০টি রুবি ও ১,৬০০ পান্না দিয়ে সাজানো।

সাড়ে ১২ মিলিয়ন ডলার মূল্যের ‘হেভেনলি স্টার ব্রা’ পরিহিত অবস্থায় মডেল হেইডি ক্লুম। ১ হাজারেরও বেশি মূল্যবান নীলা ও ৯০ ক্যারটের হীরা দ্বারা সাজানো হয়েছে এ বক্ষবন্ধনিটি।