

দেহে ২০০ ক্যারেটের সোনার পোশাক জড়িয়ে এলেন ব্লেক!

এ বছরের 'মেট গালা' আয়োজনে সবাইকে ছাড়িয়ে গেলেন মার্কিন অভিনেত্রী ব্লেক লিভলি। এসব অনুষ্ঠানে তারকারা চোখ ধাঁধানো ও আবেদনময়ী পোশাক পরে উপস্থিন হন। সবাই তেমনই হয়েছিলেন। কিন্তু ব্লেকের পোশাক থেকে কারো নজর অন্য দিকে যাওয়ার সুযোগই নেই। কারণ হার দেহ মোড়ানো ছিল ২০০ ক্যারেট স্বর্ণের পোশাকে! এর দাম ৩.৫ মিলিয়ন ডলার! নিউ ইয়র্কের ওই আয়োজনে উপস্থিত হলেন ২৯ বছর বয়সী অভিনেত্রী। বিখ্যাত ডিজাইনার ভার্সেসের তৈরি সোনায় মোড়ানো গাউনের নিচের অংশ ছড়ানো ছিল নীল পালক। সেখানে ছিল ১৩০ ক্যারেটের লরেইন সোয়ার্টজ এর স্যাফায়ার অ্যাকসেরসরিজ। কানে ছিল ৮২ ক্যারেট বার্মা রিং। আরো ছিল ৫০ ক্যারেটের ত্রিপল স্যাফায়ার রিং।

সাবেক 'গসিপ গার্ল' তারকা সেদিন ছিলেন অলংকারে জড়ানো। স্বর্ণকেশী এসেছিলেন তার ৪০ বছর বয়সী স্বামীকে নিয়ে।

ব্লেক দুই সন্তানের জননী। তার পোশাকের নিচের অংশ মেঝেতে ছড়িয়ে ছিল। হাটতে বেশ অসুবিধাই হচ্ছিল তার। কিন্তু চারদিকে শোরগোল তুলতে একটু সমস্যা তো সহ্য করতে হবেই।

তবে সত্যিকার অর্থেই তার ব্যাপক সমস্যা হচ্ছিল। বললেন, আমার দারুণ পছন্দের এক পোশাক। কিন্তু যখনই সিঁড়ি বেয়ে উঠতে যাই, তখনই বিপদ। তবে একই সঙ্গে তার নান্দনিক হেয়ার স্টাইলের জন্য ফ্যাশন ডিজাইনার মাইকেল কোরস-কে ধন্যবাদ জানান।

দারুণ কৌতুকও করতে পারেন ব্লেক। অনেক সময়ই তাকে ও তার আশপাশের মানুষকে হাসতে দেখা গেছে। সূত্র : এমিরেটস