

সেক্সি ও মিষ্টি মেয়ে আদাহ

কেরালার পালাক্কাদ জেলায় জন্ম তার। আদাহ শর্মার বরাবরই ইচ্ছা ছিল অভিনেত্রী হবেন। এর জন্য স্কুল পর্যন্ত শেষ করতে আগ্রহী ছিলেন না। কিন্তু বাবা-মায়ের চাপে অবশেষে পড়াশোনা করেন। গ্র্যাজুয়েশন করেছেন গোপি কৃষ্ণা ড্যান্স অ্যাকেডেমি থেকে। সালসা শিখেছেন এবং জ্যাজ ও ব্যালে শিখেছেন আমেরিকা গিয়ে। ২০০৮ সালে '১৯২০' ছবির মাধ্যমে বলিউডে অভিষেক ঘটে তার। পরে তাকে হিট মুভি 'হাসি তো ফাসি'তে দেখা যায়। তেলেগু ছবিতেও নিথিন রেড্ডির সঙ্গে 'হার্ট অ্যাটাক' ছবিতে দেখা যায় তাকে। বলিউডের 'জাগ্গা জাসুস' এবং 'কমান্ডো ২'তেও দেখা মিলবে তার। বেশ কিছু হট ফটোশুট করে সবাইকে চমকে দিয়েছেন তিনি। দেখে নিন এই সেক্সি ও মিষ্টি মেয়ে আদাহকে। সূত্র: ইন্টারনেট















