

সুইমস্যুটে অপরূপাদের সেরা দশ

ফেমিনা মিস ইন্ডিয়া ২০১৬ এর প্রতিযোগীদের সুইমস্যুটের ফটোশুট দারুণ উত্তাপ ছড়ায়। এ বছরে সব ছবি বেছে সেরা দশের তালিকা প্রকাশ করেছে সুইমস্যুট। আবেদনময়ী সুন্দরীরা স্বাবলীলভাবে পোজ দিয়েছেন ক্যামেরায়। সেরা দশের ১০ নম্বরে রয়েছে ডায়ান্ডা শ্রিঙ্গাপুরি। তার অলংকার, হেয়ার স্টাইল এবং মাননসই সুইমস্যুটে অনন্য হয়ে উঠেছেন।

এক ধাপ আগে আছেন গায়েত্রি রেড্ডি। পিজেন্টদের মধ্যে তাকে ব্ল্যাক বার্বি বলেই ডাকা হতো। একজন সুপারমডেলের সবকিছু তার মধ্যে রয়েছে।

তালিকার ৭ নম্বরে রয়েছে নিহারিকা আনন্দ। একজন সুন্দরীদের প্রতিনিধি হিসাবে তিনি দারুণ মানানসই। স্বর্ণালী বিকিতে স্বর্ণালী অংলকারে অপরূপা হয়ে উঠেছেন।

ছয় নম্বরে আছেন সুশ্রুতি কৃষ্ণা। ফেমিনা মিস ইন্ডিয়া প্রতিযোগীদের মধ্যে দারুণ সম্ভাবনাময় ছিলেন। তার কাছ থেকে অনেক বেশি কিছু আশা করছিলেন বিচারকরা। তার ওপর নজর একটু বেশিই ছিল সবার।

ভাইসনাভি পাটওয়াড়হান আছেন ৫ নম্বরে। কোনো যত্ন ছাড়াই তিনি যেন সুন্দরের দেবী। তাকে নির্দ্বিধায় সেরাদের তালিকায় রাখা যায়। সবার চোখ তার দিকে এমনিতেই চলে যায়।

চতুর্থ রানার আপ হিসাবে আছেন আদিয়া নিরাজ। তার দেহে কিছুটা ছন্দপতন ঘটেছে বলেই মনে হয়। কিন্তু সুইমস্যুটে অনন্য দেখাচ্ছেন। আকাশি বিকিনিতে যেন জ্বলে উঠেছেন।

তৃতীয় রানার আপ হয়েছেন আরাধনা বুরাগোহান। তিনি কখনোই কারো নজরের বাইরে ছিলেন না। তবে এই সুইমস্যুটে ক্যামেরার সামনে দাঁড়ানোর পর তোলপাড় হলো।

দ্বিতীয় রানার আপ হয়েছে রাজকানাইয়া বারুয়াহ। ফেমিনা মিস ইন্ডিয়া ২০১৬ এর সুইমস্যুট ছবির টপ থ্রি-তে চলে আসেন অনায়াসেই। তার দেহের সৌন্দর্যে মুগ্ধতা চলে আসে।

প্রথম রানার আপ প্রিয়দর্শিনী চ্যাটার্জি। ভঙ্গিমায় ফুটে উঠেছে আভিজাত্য। অতি সাধারণ কিন্তু অপরূপা হয় উঠেছেন এই পোজে।

বিজয়ীর মুকুট উঠেছে সঞ্জনা জিএল এর মাথায়। অডিশনের সময় তার ক্যাটওয়াকেই মুগ্ধ সবাই। আর সুইমস্যুটে তো সবার সেরা। শুধু এই ছবিতেই তার অসংখ্য ভক্ত জুটে যাওয়ার কথা। সূত্র : গ্রেট পিজেন্ট কমিউনিটি