

ফ্যাশনের হটেস্ট নিলম গিল

২০১৩ সালের কথা, বারবেরির ফ্যাশন উইকে যখন র্যাম্প করলেন মডেল নিলম গিল, তখনই শিরোনাম হলো তাকে নিয়ে। ওই সময় এমন এক বিখ্যাত ফ্যাশন ব্র্যান্ডের জন্য একমাত্র ভারতীয় মডেল হিসাবে আলো ছড়ালেন তিনি। পরবর্তিতে মুকুটে আরেকটি পালক যোগ হলো, যখন অ্যাবারক্রোম্বি অ্যান্ড ফিচ তার সঙ্গে চুক্তিবদ্ধ হলেন। বয়স মাত্র ২১ বছর। মডেলিং এজেন্সির সঙ্গে কাজ শুরু করেন মাত্র ১৪ বছর বয়স থেকে। সম্প্রতি বড় বড় ফ্যাশন ব্র্যান্ডের সঙ্গে কাজ করছেন। ইয়েজি শো এর সঙ্গে হেঁটেছেন র্যাপার ও কিম কার্দাশিয়ানের স্বামী কেইনি ওয়েস্টের জন্য। এই মডেলের চমৎকার কিছু ছবি দেখে নিন।















