

পনেরোতেই ফ্যাশন দুনিয়ায় কম্পন

বয়স তার সবে ১৫। নাম থাইলেন ব্লন্দে। জানলে অবাক হবেন, এই বয়সেই সে ফ্যাশন বিশ্ব কাঁপিয়ে বেড়াচ্ছে। এই ফ্রেঞ্চ মেয়েটার ক্যারিয়ার ইতিমধ্যে এক যুগ পেরিয়েছে।

জিন পল গাল্টিয়ারের রাওয়ে শো-এ হাঁটেন তিনি মাত্র ৪ বছর বয়সে। সেই শুরু। এটা ৬ বছর বয়সের ছবি।

এক সাক্ষাৎকারে বলেন, আমার ভালো লাগে নতুন নতুন ফটোগ্রাফারের সঙ্গে পরিচিত হতে।

সম্প্রতি আইএমজি মডেল এর সঙ্গে চুক্তিবদ্ধ হন। তিনি কার্লি ক্লস বা গিগি হাদিদের মতো মডেলদের কাতারে চলে গেছেন।

শ্যানেলের মতো ব্র্যান্ডের মডেল হয়েছেন তিনি।

আরো হয়েছেন রাল্ফ লরেনের।

ল'রিয়েলের মডেলও হয়েছেন।

তার বাবা ফুটবল খেলোয়াড় প্যাট্রিক ব্লন্দে। আর মা টেলিভিশন পারসোনালিটি এবং ফ্যাশন ডিজাইনার ভেরোনিকা লোবরি। ছোট ভাই আছে একটা।

মডেল হলেও তিনি নাচ, স্কেটবোর্ড এবং পিয়ানো পছন্দ করেন।

স্টার ওয়ার্সের ভক্ত তিনি।

ভোগ ইনফ্যান্টস এর একটি ফটোশুটে ২০১১ সালে বিতর্ক ছড়ান। ফুল মেকআপ এবং হাইহিলে তাকে দেখা যায়।

সমালোচকরা বলেন, তিনি খুব কময় বয়সেই মডেলিং শুরু করেছেন।

অ্যাঞ্জেলিনা জোলিতে অনুপ্রেরণা পান তিনি। জোলির প্রেরণা এবং স্বপ্ন নিয়ে ফটোশুটে ছিলেন তিনি।

তিনি একটি সিনেমাতেও অভিনয় করেছেন যার নাম 'ব্যালে অ্যান্ড সেবাস্তিয়ান: দ্য অ্যাডভেঞ্চার কন্টিনিউস'।

তার সামনে গোটা ক্যারিয়ারটাই পড়ে রয়েছে এখনো। সূত্র : দ্য ইনসাইডার