<p>সংযুক্ত আরব আমিরাতে পবিত্র ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখের কথা জানিয়েছে দেশটির জ্যোতির্বিজ্ঞান বিভাগ। অবশ্য বিষয়টি নিয়ে আগামী ২৯ মার্চ (২৯ রমজান) শাওয়াল মাসের চাঁদ অনুসন্ধান করবে দেশটির চাঁদ দেখা কমিটি। বুধবার (১২ মার্চ) মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমস এ তথ্য জানিয়েছে।</p> <p>সংবাদমাধ্যমটি জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাতের দুবাই জ্যোতির্বিদ্যা বিভাগ ঈদুল ফিতরের সম্ভাব্য দুটি তারিখ জানিয়েছে। সংস্থাটি জানিয়েছে, আরব আমিরাতে ৩০ মার্চ শাওয়াল মাসের চাঁদ দেখা যেতে পারে। আর ৩১ মার্চ পালিত হতে পারে পবিত্র ঈদুল ফিতর।</p> <p>যদি আমিরাতসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোত ৩১ মার্চ ঈদুল ফিতর হয় তাহলে এবার ওই অঞ্চলের মানুষ ৩০টি রোজা পূর্ণ করবেন। রমজান মাস ৩০ দিন পূর্ণ হলে এবার আমিরাতের মুসল্লিরা ঈদে পাঁচ দিনের ছুটি পাবেন। </p> <p>উল্লেখ্য, মধ্যপ্রাচ্যে গত ২৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যায়। এরপর ১ মার্চ থেকে সেখানে শুরু হয় পবিত্র ও মহিমান্বিত এ মাস।</p>