<p>ভারতের তামিলনাড়ুর এক স্কুলে ১৩ বছরের এক ছাত্রীকে পালাক্রমে ধর্ষণের অভিযোগ উঠেছে তিন শিক্ষকের বিরুদ্ধে। বিষয়টি প্রকাশ্যে আসে স্কুলে ওই ছাত্রীর অনুপস্থিতির কারণ খুঁজতে গিয়ে। এই ঘটনায় ইতিমধ্যেই অভিযুক্ত তিন শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। খবর দ্য হিন্দু ও টাইমস অব ইন্ডিয়ার।</p> <p>স্থানীয় সূত্রের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানায়,মাসখানেক ধরেই স্কুলে আসছিল না ওই ছাত্রী। কেন আসছে না তার কারণ খোঁজার চেষ্টা করেন স্কুলের প্রধান শিক্ষক। ছাত্রীর বাড়িতেও খবর পাঠানো হয়। তখনই তিনি জানতে পারেন ঘটনাটি। </p> <p>ছাত্রীর মা প্রধান শিক্ষককে পুরো ঘটনার কথা জানান। তারপরই প্রধান শিক্ষক ছাত্রীর মাকে তিন শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করার পরামর্শ দেন। জেলা শিশু সুরক্ষা দফতরেও একটি অভিযোগ জানান ছাত্রীর মা।</p> <p>ছাত্রীর মায়ের অভিযোগের ভিত্তিতে তিন শিক্ষকের বিরুদ্ধে পকসো আইনে মামলা দায়ের করে পুলিশ। তার পর গ্রেপ্তার করা হয় তিন শিক্ষককে। </p> <p>ভুক্তভোগী ছাত্রীর মা জানিয়েছেন, একদিন স্কুল থেকে বাড়ি ফেরার পর থেকেই তার মেয়ে একেবারে চুপ হয়ে গিয়েছিল। তার আচরণে অস্বাভাবিকতা ধরা পড়ছিল। অসুস্থ বোধ করত মাঝেমধ্যেই। বাড়িতে এই ঘটনার কথা ভয়ে কাউকে বলতে পারেনি সে। স্কুলে যাওয়াও বন্ধ করে দিয়েছিল। </p> <p>কেন স্কুল যাচ্ছে না বা যেতে চাইছে না, সেই কারণ জিজ্ঞাসা করলে সে ভয়ে জড়সড় হয়ে থাকত। ধীরে ধীরে বিষয়টি প্রকাশ্যে আসে। ছাত্রীর মায়ের দাবি, তার মেয়ে কেন এই ধরনের আচরণ করছে, নানাভাবে কারণ খোঁজার চেষ্টা করা হয়। অবশেষে ছাত্রী তার মাকে ঘটনাটি জানায়।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ডিআর কঙ্গোর কারাগারে শতাধিক নারীকে ধর্ষণের পর পুড়িয়ে হত্যা" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/02/06/1738815359-e06d061a77a7bde916b8a91163029d41.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>ডিআর কঙ্গোর কারাগারে শতাধিক নারীকে ধর্ষণের পর পুড়িয়ে হত্যা</p> </div> </div> </div> </div> </div> <p>ছাত্রীকে ধর্ষণের ঘটনা প্রকাশ্যে আসতেই স্কুলে গিয়ে অভিভাবকরা গতকাল বুধবার বিক্ষোভ। অভিযুক্ত শিক্ষকদের কঠোর শাস্তির দাবি করেছেন তারা।</p>