<p>ইসরায়েল-হামাস যুদ্ধে বিরতি স্থাপনে কাতার মধ্যস্থতার ভূমিকা ফের শুরু করেছে। এ প্রচেষ্টা কিছুদিনের জন্য স্থগিত ছিল। সংশ্লিষ্ট একটি সূত্রের বরাত দিয়ে বৃহস্পতিবার এএফপি এ তথ্য জানিয়েছে।</p> <p>মধ্যপ্রাচ্যের উপসাগরীয় দেশ কাতার, যুক্তরাষ্ট্র ও মিসর একযোগে গাজায় যুদ্ধবিরতি ও বন্দি মুক্তির জন্য কয়েক মাস ধরে ব্যর্থ আলোচনা চালিয়ে আসছিল। ১৪ মাস ধরে ফিলিস্তিনি ভূখণ্ডে এ যুদ্ধ চলছে। নভেম্বরে দোহার সরকার ঘোষণা করেছিল, তারা মধ্যস্থতার প্রক্রিয়া স্থগিত করেছে। একই সঙ্গে জানিয়েছিল, হামাস ও ইসরায়েল ‘ইচ্ছাশক্তি ও গুরুত্ব’ দেখানোর পরই এটি ফের শুরু হবে।</p> <p>কোনো নতুন বৈঠক বা আলোচনার বিস্তারিত না দিয়েই নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রটি এএফপিকে এদিন জানিয়েছে, কাতার এখন আবার মধ্যস্থতায় ফিরে এসেছে।</p> <p>২০২৩ সালের ৭ অক্টোবর ফিলিস্তিনি সশস্ত্র গ্রুপ হামাস ইসরায়েলে সবচেয়ে বড় হামলার চালানোর পর থেকে যুদ্ধ অব্যাহত রয়েছে। ইসরায়েলি সরকারি পরিসংখ্যান অনুযায়ী এএফপির হিসাবে, দক্ষিণ ইসরায়েলে ওই হামলায় এক হাজার ২০৮ জন নিহত হয়েছে, যার বেশির ভাগই সাধারণ নাগরিক। এরপর হামাসকে ধ্বংস করার অঙ্গীকার করে ইসরায়েল পাল্টা হামলা শুরু করে। হামাসশাসিত ভূখণ্ডের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, এ যুদ্ধে গাজা উপত্যকায় এখন পর্যন্ত ৪৪ হাজার ৫৮০ জন মারা গেছে, যার অধিকাংশই সাধারণ মানুষ। জাতিসংঘও এ পরিসংখ্যানকে নির্ভরযোগ্য বলে মনে করে। এ ছাড়া ৭ অক্টোবর হামলার সময় যোদ্ধারা ২৫১ জনকে জিম্মি করে নিয়ে যায়। তাদের মধ্যে ৯৬ জন এখনো গাজায় আছে, যার মধ্যে ৩৪ জন মৃত বলে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে।</p> <p>গত বছর কাতারের মধ্যস্থতায় এক সপ্তাহের যুদ্ধবিরতির ফলে কয়েকজন জিম্মির বিনিময়ে কিছু ফিলিস্তিনি বন্দি মুক্তি পেয়েছিল। তার পর থেকে বিভিন্ন পর্যায়ের আলোচনায় কোনো অগ্রগতি হয়নি।</p> <p>এএফপি আরো জানিয়েছে, যুক্তরাষ্ট্রের নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে হুঁশিয়ারি দিয়েছেন, যদি তিনি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের আগেই জিম্মিরা মুক্তি না পায়, তবে ‘বিপর্যয়কর’ পরিণতি হতে পারে। ট্রাম্প ইসরায়েলের প্রতি দৃঢ় সমর্থন প্রকাশ করেছেন এবং তিনি বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের মাঝেমধ্যে করা সমালোচনা কমিয়ে আনার অঙ্গীকার দিয়েছেন। পরে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মঙ্গলবার ট্রাম্পের ‘শক্তিশালী বক্তব্য’র জন্য তাকে ধন্যবাদ জানান।</p>