<p>আজ পাকিস্তান সফরে যাচ্ছেন চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং। গত ৬ অক্টোবর করাচির জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দরে আত্মঘাতী হামলার কয়েকদিন পর চীনা প্রধানমন্ত্রী পাকিস্তান সফরে যাচ্ছেন।</p> <p>ইসলামাবাদে অনুষ্ঠিতব্য শাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) সদস্য রাষ্ট্রের সরকার প্রধানদের কাউন্সিলের ২৩তম বৈঠকে যোগ দিতে এ সফরে যাবেন তিনি। রবিবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এ খবর নিশ্চিত করেছে। মন্ত্রণালয় জানিয়েছে, ১৪ থেকে ১৭ অক্টোবর পাকিস্তানে সরকারি সফর করবেন লি। আজ সোমবার তার এই সফর শুরু হচ্ছে বলে দ্য অ্যাসোসিয়েট প্রেস অব পাকিস্তান-এপিপি এর বরাত দিয়ে লিখেছে দ্য ডন।</p> <p>এই সফরে পাকিস্তানের বেসামরিক ও সামরিক নেতৃত্বের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকও করবেন লি ছিয়াং। দ্য ডন এপিপি বরাত দিয়ে লিখেছে, প্রধানমন্ত্রী লি ছিয়াং-এর  সঙ্গে বৈঠকে পররাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রণালয়, ন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যান্ড রিফর্ম কমিশন এবং চায়না ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট কো-অপারেশন এজেন্সিসহ মন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তারা থাকবেন।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ট্রাম্পের নির্বাচনী সমাবেশের কাছে বন্দুকসহ এক ব্যক্তি আটক" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/14/1728879543-ea2c33f007e33bf09ca81a920a60e7f7.gif" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>ট্রাম্পের নির্বাচনী সমাবেশের কাছে বন্দুকসহ এক ব্যক্তি আটক</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/world/2024/10/14/1434966" target="_blank"> </a></div> </div> <p>চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোর-সিপিইসি এর অধীনে অর্থনৈতিক ও বাণিজ্য সম্পর্ক এবং সহযোগিতাসহ পাকিস্তান-চীন সম্পর্কের সকল দিক নিয়ে আলোচনা হতে পারে এই সফরে। প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং চীনের প্রধানমন্ত্রী তাদের নিজ নিজ দেশের প্রতিনিধিদ দলের নেতৃত্ব দেবেন। দুই পক্ষ আঞ্চলিক ও বৈশ্বিক উন্নয়ন নিয়েও আলোচনা করবে। প্রধানমন্ত্রী লি ছিয়াং পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারির সঙ্গেও সাক্ষাৎ করবেন। </p> <p>গত ৬ অক্টোবরের ওই হামলায় দুই চীনা নাগরিক নিহত এবং অন্য চীনাসহ মোট ১১ জন আহত হন। এ ছাড়া ওই হামলায় ১৫টি গাড়িও ক্ষতিগ্রস্ত হয়। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ চীনাদের আশ্বস্ত করে বলেছেন, ব্যক্তিগতভাবে তিনি এই হামলার তদন্ত তদারকি করবেন বলে জানিয়েছেন।</p> <p>সূত্র : ডন</p>