<p>যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী সমাবেশস্থলের কাছ থেকে এক ব্যক্তিকে অস্ত্রসহ আটক করা হয়েছে। স্থানীয় সময় গত শনিবার ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের কোচেলা এলাকায় ট্রাম্পের নির্বাচনী সমাবেশের কাছে ওই ব্যক্তি অবৈধভাবে শটগান ও গুলিভর্তি বন্দুক নিয়ে  গিয়েছিলেন।</p> <p>পুলিশ জানিয়েছে, ৪৯ বছর বয়সী সন্দেহভাজন ভেম মিলার একটি কালো এসইউভি গাড়ি চালাচ্ছিলেন। ঘটনার সময় পুলিশ একটি নিরাপত্তা চেকপয়েন্টে গাড়ি থামাতে বলে। এ সময় তল্লাশি চালিয়ে তার দুটি আগ্নেয়াস্ত্র এবং গুলিভর্তি ম্যাগাজিন খুঁজে পায়। </p> <p>রিভারসাইড কাউন্টি শেরিফ চ্যাড বিয়ানকো জানিয়েছেন, গাড়িটির একটি জাল লাইসেন্স প্লেট ছিল এবং গাড়ির ভিতরের অবস্থা ভালো ছিল না। গাড়িতে একাধিক নামের একাধিক পাসপোর্ট এবং একাধিক ড্রাইভিং লাইসেন্স পাওয়া যায়। লাইসেন্স প্লেটটি ‘বাড়িতে তৈরি’ এবং নিবন্ধিত নয়। </p> <p>রিভারসাইড কাউন্টি পুলিশ অফিস জানিয়েছে, কোনো দুর্ঘটনা ছাড়ায় মিলারকে হেফাজতে নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে জন্য অবৈধভাবে অস্ত্র বহনের মামলা করা হয়েছে। ফেডারেল কর্তৃপক্ষ তার বিরুদ্ধে আরো অভিযোগ আনবে বলেও তিনি জানান।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="গাজার স্কুলে ইসরায়েলের গোলাবর্ষণ, নিহত অন্তত ১৫" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/14/1728875922-fee4e47f3e4c529b1f2c751035a4492c.gif" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>গাজার স্কুলে ইসরায়েলের গোলাবর্ষণ, নিহত অন্তত ১৫</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/world/2024/10/14/1434960" target="_blank"> </a></div> </div> <p>ইউএস সিক্রেট সার্ভিস নিশ্চিত করেছে, এ ঘটনায় ট্রাম্প কোনো ধরনের ঝুঁকির মধ্যে ছিলেন না। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই ও মার্কিন অ্যাটর্নি কার্যালয় যৌথ বিবৃতিতে বলেছে, এ ঘটনায় তদন্ত চলছে।</p> <p>শেরিফ কার্যালয় বলেছে, ভেম মিলার লাসভেগাসের বাসিন্দা। আটকের পর তিনি জামিনে মুক্তি পেয়েছেন। আগামী ২ জানুয়ারি তিনি আদালতে শুনানির মুখোমুখি হবেন।</p> <p>রিভারসাইড কাউন্টি শেরিফ চ্যাড বিয়ানকো ট্রাম্পের সমর্থক এবং তিনিও  ট্রাম্পের নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখেনে। বক্তব্যে তিনি বলেন, তারা কেউই জানতেন না অস্ত্রধারীর কী উদ্দেশ্য ছিল। তদন্ত চলছে।</p> <p>এ বিষয়ে ট্রাম্পের নির্বাচনী ক্যাম্পেইনও তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। এর আগেও পেনসিলভানিয়ায় ট্রাম্পের নির্বাচনী সমাবেশে প্রথম গুলির ঘটনা ঘটে। গুলি ট্রাম্পের কানে লাগে। এরপরে ফ্লোরিডায় ট্রাম্পের ওপর দ্বিতীয় হামলার চেষ্টা করা হয়। </p> <p>সূত্র : বিবিসি, এএফপি</p>