<p>অত্যন্ত বিপজ্জনক হারিকেন হেলেন মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা রাজ্যে আঘাত হেনেছে। দ্রুত গতিশীল হেলেন বৃহস্পতিবার অত্যন্ত বিপজ্জনক ক্যাটাগরি ৪ হারিকেনে পরিণত হয়। দুপুর ১১টা ১০ মিনিটে এর চোখ পেরি শহরের কাছে আঘাত হানে বলে মার্কিন জাতীয় হারিকেন কেন্দ্র জানিয়েছে।</p> <p>কর্মকর্তারা হারিকেন হেলেন আছড়ে পড়ার আগ থেকে সতর্ক করে যাচ্ছে। তারা জানায়, ঝড়টি এতটাই শক্তিশালী যে একটি দোতলা বাড়ি পানিতে ভাসিয়ে নিয়ে যেতে পারে। হারিকেনটি আঘাত হানার পর কয়েক মিলিয়নেরও বেশি মানুষ বিদ্যুৎবিহীন ছিল এবং রাস্তাগুলো প্লাবিত হয়ে যায়।</p> <p>প্রথমে এটি প্রতি ঘণ্টায় ১৪০ মাইল (২২৫ কিলোমিটার) বেগে তালাহাসির দক্ষিণে বিগ বেন্ড এলাকায় আঘাত হানতে শুরু করে। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার (এনএইচসি) সোশ্যাল মিডিয়ায় বলেছে, ‘ফ্লোরিডার বিগ বেন্ড উপকূলের প্রত্যেকেই সম্ভাব্য বিপর্যয়কর ঝড়ের ঝুঁকিতে রয়েছে।’</p> <p><img alt="ড়" height="600" src="https://cdn.kalerkantho.com/public/news_images/share/photo/shares/online/2024/09/27/my1153/Untitled-3.gif" width="1000" /></p> <p><em><strong>স্যাটেলাইটে ধরা পড়া হারিকেন হেলেন। ছবি : নাসা</strong></em></p> <p>সেন্ট পিটার্সবার্গ, ডাউনটাউন টাম্পা, সারাসোটা, ট্রেজার আইল্যান্ড এবং ফ্লোরিডার পশ্চিম উপকূলের অন্য শহরগুলোর কিছু অংশ ইতিমধ্যেই প্লাবিত হয়েছে। এরপর এ অঞ্চলের টাম্পা এবং টালাহাসি বিমানবন্দর বন্ধ হয়ে যায়।</p> <p>এনএইচসির ডিরেক্টর মাইক ব্রেনান বলেছেন, ‘আমরা ১৫ থেকে ২০ ফুট জলোচ্ছ্বাস  হওয়ার আশঙ্কা করছি। যা দুইতলা ভবন ডুবিয়ে দিতে পারে। ফ্লোরিডা উপকূলরেখার এই অংশ আসলেই অচেনা লাগছে।’</p> <p>ব্রেনান আরো বলেন, ‘হারিকেন হেলেনের আঘাতে বাড়িঘর ধ্বংস হতে পারে, যানবাহন ভাসিয়ে নিতে পারে। পানির স্তর খুব দ্রুত বাড়ছে।’ ট্র্যাকিং সাইট পাওয়ার আউটেজ ডটকম অনুযায়ী, প্রায় এক লাখ ৩৬ হাজার ৫৫৩টি বাড়ি ও দোকানপাট বিদ্যুৎহীন ছিল।</p> <p>এদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জনগণকে সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘আমি ঝুঁকিতে থাকা সবাইকে স্থানীয় কর্মকর্তাদের কথা শোনার জন্য এবং সরে যাওয়ার সতর্কতা অনুসরণ করার জন্য অনুরোধ করছি।’ তিনি আরো বলেন, ‘এটাকে গুরুত্ব সহকারে নিন এবং নিরাপদ থাকুন।’</p> <p>ফ্লোরিডার টেইলর কাউন্টির কর্তৃপক্ষ বলেছে, যেসব বাসিন্দা সরে যাওয়ার সতর্কতা না মেনে রয়ে গেছেন, তাদের শরীরে মার্কার দিয়ে নাম লিখে দিতে। যাতে তারা যদি নিহত হন তাহলে শনাক্তকরণ সহজ হবে।</p> <p>যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার (এনএইচসি) কিছু জায়গায় ২০ ইঞ্চি (৫১ সেন্টিমিটার) পর্যন্ত বৃষ্টিপাত এবং সম্ভাব্য বন্যার পাশাপাশি দক্ষিণ অ্যাপালাচিয়ানজুড়ে ব্যাপক ভূমিধসের বিষয়ে সতর্ক করে দিয়েছে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="মায়ানমার থেকে মণিপুরে জঙ্গি প্রবেশের প্রতিবেদন প্রত্যাহার" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/09/27/1727411702-ea2c33f007e33bf09ca81a920a60e7f7.gif" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>মায়ানমার থেকে মণিপুরে জঙ্গি প্রবেশের প্রতিবেদন প্রত্যাহার</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/world/2024/09/27/1429406" target="_blank"> </a></div> </div> <p>ন্যাশনাল ওয়েদার সার্ভিস বলেছে, এই অঞ্চলে মারাত্মকভাবে আঘাত হানতে পারে হারিকেনটি। উত্তর ফ্লোরিডা, জর্জিয়া এবং ক্যারোলাইনাজুড়ে টর্নেডো সতর্কতা জারি করা হয়েছে। ৫৫ মিলিয়নেরও বেশি আমেরিকান হারিকেন হেলেনের আবহাওয়া সতর্কতা বা সতর্কতার অধীনে ছিল। </p> <p>হেলেন এক বছরেরও বেশি সময়ের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী হারিকেন হয়ে উঠতে পারে। বিজ্ঞানীরা বলছেন, জলবায়ু পরিবর্তন সম্ভবত শক্তিশালী হারিকেন বৃদ্ধিতে ভূমিকা পালন করছে। </p> <p>সূত্র : এএফপি</p>