<p>জম্মু ও কাশ্মীরের দ্বিতীয় দফার ভোটগ্রহণ শুরু হয়েছে আজ। বুধবার (২৫ সেপ্টেম্বর) সকাল সাতটা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ। চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। ৩৭০ ধারার অবলুপ্তির পর প্রথমবার বিধানসভা নির্বাচন হচ্ছে জম্মু ও কাশ্মীরে। তিনটি দফায় ভোটগ্রহণ হবে ১ অক্টোবর পর্যন্ত, ৮ অক্টোবর ফল ঘোষণা করা হবে।</p> <p>৯০টি বিধানসভা আসনের মধ্যে ১৮ সেপ্টেম্বর প্রথম দফায় ২৪টি আসনে ভোটগ্রহণ হয়। আজ দ্বিতীয় দফায় ২৬ আসনে ভোটগ্রহণ হচ্ছে এবং এরপর আগামী ১ অক্টোবর তৃতীয় তথা শেষ দফায় ৪০ আসনে ভোটগ্রহণ হবে। সকাল থেকেই মানুষদের ভোট দিতে আসতে দেখা গেছে,  চলছে অবাধ ভোটগ্রহণ। </p> <p>আসনগুলো হলো কাঙ্গন (এসটি), গান্ডারবাল, হজরতবাল, খানিয়ার, হাব্বাকাদল, লাল চক, চন্নাপোরা, জাদিবাল, ঈদগাহ, সেন্ট্রাল শালতেং, বুদগাম, বিয়ারওয়াহ, খানসাহেব, চর-ই-শরীফ, চাদুরা, গুলাবগড়, রিয়াসি, শ্রী মাতা বৈষ্ণো দেবী, কালাকোট - সুন্দরবানি, নওশেরা, রাজৌরি (এসটি), বুধল (এসটি), থান্নামান্ডি (এসটি), সুরনকোট (এসটি), পুঞ্চ হাভেলি এবং মেনধার (এসটি)।</p> <p>২৫ লক্ষেরও বেশি সংখ্যক ভোটার ভাগ্য নির্ধারণ করবেন ২৩৯ জন প্রার্থীর। প্রথম দফার মতো দ্বিতীয় দফাতেও যাতে শান্তিপূর্ণ ভোট হয় তা নিশ্চিত করতে কড়া নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। </p> <p>এদিনের ভোটে আলাদা করে নজর থাকবে হেভিওয়েট প্রার্থীদের দিকে। তাদের মধ্যে অন্যতম জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। ন্যাশনাল কনফারেন্সের এই নেতা এবার লড়ছেন দুটি কেন্দ্র থেকে। তিনি ছাড়াও বিজেপির রাজ্য সভাপতি রবীন্দ্র রায়না, প্রদেশ কংগ্রেস সভাপতি তারিক হামিদ কাড়রা, আপনি পার্টির প্রধান আলতাফ বুখারির মতো আরো কয়েকজন নেতার দিকে নজর থাকবে বিশেষজ্ঞদের। </p> <p>মূলত এক দশক পরে জম্মু ও কাশ্মীরে আবারও বিধানসভা ভোট হচ্ছে। শেষবার বিধানসভা নির্বাচন হয়েছিল ২০১৪ সালে। ২০১৯ সালের আগস্টে ৩৭০ ধারা প্রত্যাহারের সিদ্ধান্ত নেয় কেন্দ্র। এর পর থেকেই এটি কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত হয়। অবশেষে সেখানে বিধানসভা নির্বাচন। যা নিয়ে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত প্রতিক্রিয়া লক্ষ করা গেছে। </p> <p>সূত্র : সংবাদ প্রতিদিন</p>