<p>ইরান বৃহস্পতিবার চারজন ইউরোপীয় রাষ্ট্রদূতকে তলব করেছে, যাদের দেশ ইউক্রেন যুদ্ধে ব্যবহারের জন্য রাশিয়ায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরবরাহ করার অভিযোগ তুলে ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে। তেহরান অবশ্য এ অভিযোগ অস্বীকার করেছে।</p> <p>ইরানের সরকারি সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে, ব্রিটিশ, ডাচ, ফরাসি ও জার্মান রাষ্ট্রদূতদের ‘ইউরোপীয় পক্ষগুলোর নিষেধাজ্ঞা ও অগঠনমূলক মন্তব্যের পর পররাষ্ট্র মন্ত্রণালয় তলব করেছে’। </p> <p>এর আগে ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি মঙ্গলবার ইরানের বিমান পরিবহনকে লক্ষ্য করে নতুন নিষেধাজ্ঞা ঘোষণা করেছে। দেশগুলো বলছে, ইউক্রেনে যুদ্ধে ব্যবহারের জন্য রাশিয়ার কাছে তেহরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরবরাহের প্রতিক্রিয়া হিসেবে এ পদক্ষেপ নিয়েছে তারা।।</p> <p>তিনটি ইউরোপীয় দেশ এক যৌথ বিবৃতিতে বলেছিল, ‘আমরা ইরানের সঙ্গে দ্বিপক্ষীয় বিমান পরিষেবা চুক্তি বাতিলের জন্য অবিলম্বে পদক্ষেপ নেব। ইরান এয়ারের ওপর নিষেধাজ্ঞা আরোপের জন্য কাজ করব।’</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ইরানের ওপর ইউরোপীয় ৩ দেশের নিষেধাজ্ঞা" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/09/10/1725980539-f3ccdd27d2000e3f9255a7e3e2c48800.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>ইরানের ওপর ইউরোপীয় ৩ দেশের নিষেধাজ্ঞা</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/world/2024/09/10/1424107" target="_blank"> </a></div> </div> <p>পরে নেদারল্যান্ডস ক্ষেপণাস্ত্র স্থানান্তরের অভিযোগে বুধবার ইরানের রাষ্ট্রদূতকে তলব করে বলে ইরানি গণমাধ্যম জানায়। এর ফলে তেহরানও পাল্টা ব্যবস্থা গ্রহণ করল। এ ছাড়া ব্রিটেন বুধবার লন্ডনে ইরানের দূতকে তলব করে সতর্ক করে, যদি তার সরকার ইউক্রেনে ব্যবহারের জন্য রাশিয়াকে ক্ষেপণাস্ত্র সরবরাহ অব্যাহত রাখে তবে তারা একটি ‘গুরুত্বপূর্ণ প্রতিক্রিয়ার’ সম্মুখীন হবে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রও ইরানের ওপর নিষেধাজ্ঞা বাড়িয়েছে, যার মধ্যে রয়েছে জাতীয় পতাকাবাহী ইরান এয়ারের ওপর নিষেধাজ্ঞা। মার্কিন ট্রেজারি বিভাগ মঙ্গলবার জানিয়েছে, ইরানের এই এয়ারলাইন ‘রুশ ফেডারেশনের অর্থনীতির পরিবহন খাতে কাজ করছে বা কাজ করেছে।’</p> <p>ইরনা জানিয়েছে, পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবারের বৈঠকে ইউরোপীয় কর্মকর্তাদের সাম্প্রতিক নেতিবাচক পদক্ষেপ ও বিবৃতির ‘তীব্রভাবে নিন্দা’ করেছে। তারা বলেছে, ‘এমন অবস্থান ও পদক্ষেপ গ্রহণের ওপর জোর দেওয়া ইরানি জনগণের বিরুদ্ধে পশ্চিমের বৈরী নীতির ধারাবাহিকতা হিসেবে বিবেচিত হয়।’</p> <p>এদিকে ইউক্রেন যুদ্ধে ব্যবহারের জন্য রাশিয়াকে কোনো অস্ত্র সরবরাহ করার কথা অস্বীকার করে ইরান নতুন নিষেধাজ্ঞার জবাব দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।</p> <p>সূত্র : এএফপি</p>