<p>ইউক্রেনের পূর্বাঞ্চলে রেড ক্রসের গাড়িতে রাশিয়ার হামলায় তিনজন নিহত হয়েছেন। দেশটির প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছেন।</p> <p>জেলেনস্কি বলেন, দখলদাররা দোনেৎস্ক অঞ্চলে রেড ক্রসের যানবাহনে হামলা চালিয়েছে। দোনেৎস্কের যুদ্ধক্ষেত্র থেকে কয়েক কিলোমিটার দূরে ভিরোলিউবিভকা গ্রামে এই হামলা করা হয়।</p> <p>অন্যদিকে ইন্টারন্যাশনাল কমিটি অব রেড ক্রস (আইসিআরসি) নিশ্চিত করেছে, যুদ্ধক্ষেত্রে সহায়তা বিতরণের সময় গোলাবর্ষণ হলে তাদের তিনজন কর্মী নিহত হন। তবে এ হামলার পেছনে কারা দায়ী, তারা সেটি উল্লেখ করেনি।</p> <p>আইসিআরসির প্রেসিডেন্ট মির্জানা স্পোলজারিক এক বিবৃতিতে হামলার তথ্য জানিয়ে বলেছেন, ‘আমি রেড ক্রস কর্মীদের ওপর হামলার তীব্র নিন্দা জানাই। গোলাগুলো সহায়তা বিতরণের জায়গায় আঘাত হেনেছে, এটি একেবারেই অগ্রহণযোগ্য। আমাদের হৃদয় আজ ভেঙে গেছে। সহকর্মীদের হারিয়ে আমরা আজ শোকাহত। আমরা আহতদের পাশে আছি।’</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="পশ্চিমা ক্ষেপণাস্ত্র প্রয়োগের ছাড়পত্র চায় কিয়েভ, কাল পর্যালোচনা" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/09/12/1726136100-f3ccdd27d2000e3f9255a7e3e2c48800.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>পশ্চিমা ক্ষেপণাস্ত্র প্রয়োগের ছাড়পত্র চায় কিয়েভ, কাল পর্যালোচনা</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/world/2024/09/12/1424721" target="_blank"> </a></div> </div> <p>আইসিআরসি বলেছে, তাদের দল শীতের জন্য ঝুঁকিপূর্ণ পরিবারগুলোর মাঝে কাঠ ও কয়লার ব্রিকেট বিতরণের প্রস্তুতি নিচ্ছিল। সেই সময় তাদের গাড়ি আঘাতপ্রাপ্ত হয়। এ হামলায় আরো দুজন কর্মী আহত হয়েছেন। হামলার কারণে সহায়তা বিতরণ শুরু হয়নি। এ ছাড়া বিস্ফোরণে কোনো বাসিন্দা ক্ষতিগ্রস্ত হয়নি।</p> <p>আইসিআরসি নিহত কর্মীদের সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি। তবে ইউক্রেনের মানবাধিকারবিষয়ক সংসদীয় কমিশনার দিমিত্রো লুবিনেট বলেছেন, তারা ইউক্রেনের নাগরিক।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="বর্তমান পৃথিবীর অবস্থা বিশৃঙ্খল : জাতিসংঘ মহাসচিব" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/09/12/1726134960-f3ccdd27d2000e3f9255a7e3e2c48800.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>বর্তমান পৃথিবীর অবস্থা বিশৃঙ্খল : জাতিসংঘ মহাসচিব</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/world/2024/09/12/1424717" target="_blank"> </a></div> </div> <p>এদিকে হামলার বিষয়ে রাশিয়ার কাছ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে তারা নিয়মিত বলে থাকে, মস্কো শুধু সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত করে। আইসিআরসি উল্লেখ করেছে, তাদের দলগুলো নিয়মিতভাবে দোনেৎস্ক অঞ্চলে উপস্থিত থাকে এবং সংস্থার যানবাহনগুলোতে রেড ক্রসের প্রতীক স্পষ্টভাবে চিহ্নিত করা থাকে।</p> <p>সূত্র : এএফপি</p>