<p>পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের মালকান্দ বিভাগের জেলা ‘আপার দি’-এ অবিরাম বর্ষণে ভূমিধসের ঘটনা ঘটেছে। এ ঘটনায় একটি বাড়ির ছাদ ধসে একই পরিবারের ১৩ জনের মৃত্যু হয়েছে।</p> <p>স্থানীয়রা জানিয়েছেন, গতকাল শুক্রবার ভোরে ভূমিধসের সময় নিহেতরা রাময়াল গ্রামে তাদের বাড়িতেই অবস্থান করছিলেন। বাড়ির মালিক নওশাদ খানসহ তিন ভাইয়ের পরিবার একসঙ্গে সেখানে বসবাস করত। নিহতরা সম্পর্কে ভাইবোন ও আত্মীয়।</p> <p>উল্লেখ্য, কয়েক দিন আগে আরব সাগরের উত্তরাংশে সৃষ্টি হওয়া গভীর নিম্নচাপটি ইতিমধ্যে শক্তিশালী ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে ঝড়টি উপকূলীয় অঞ্চলে আছড়ে পড়তে পারে। সর্বশেষ পূর্বাভাসে ভারতীয় আবহাওয়া দপ্তর (আইএমডি) জানিয়েছে, ঝড়টি ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাটের উপকূলে ২৪ ঘণ্টার মধ্যে আছড়ে পড়তে পারে। ধেয়ে আসা এই ঘূর্ণিঝড়টির নাম দেওয়া হয়েছে ‘আসনা’।</p> <p>আরব সাগরের তীরবর্তী অপর দেশ পাকিস্তান রেখেছে এই নামটি। গুজরাটের পাশাপাশি পাকিস্তানের দক্ষিণপূর্বাঞ্চলীয় প্রদেশ সিন্ধেও ‘আসনা’ আঘাত হানবে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া দপ্তর। এর প্রভাবে পাকিস্তানজুড়ে ভারি  বৃষ্টিপাতে হচ্ছে। </p> <p>পাকিস্তান আবহাওয়া অধিদপ্তর (পিএমডি) অনুসারে, ঘূর্ণিঝড় আসনা উপকূলীয় অঞ্চলে সরাসরি কোনো হুমকি সৃষ্টি করেনি। যদিও এর ফলে শুক্রবার এবং শনিবারের মধ্যে সিন্ধু ও বেলুচিস্তানের বেশ কয়েকটি শহরে শক্তিশালী বাতাস এবং মাঝারি থেকে ভারি বর্ষণ হতে পারে।</p> <p>এদিকে পাকিস্তানের সিন্ধুতর জামশোরো, দাদু এবং মিরপুরখাস জেলায় ভারি বৃষ্টিপাতের ঘটনায় অন্তত নয়জন প্রাণ হারিয়েছেন। বৃষ্টিপাতের কারণে বন্যায় অসংখ্য মাটির ঘর ভেসে গেছে এবং ৩০ জনেরও বেশি মানুষ আহত হয়েছে।</p> <p>এ ছাড়া পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের একটি অন্যতম জেলা টোবা টেক সিং-এর একটি গ্রামে ২জন নিহত এবং বাড়ির ছাদ ধসে একই পরিবারের তিনজন আহত হয়েছে। প্রবল বৃষ্টিতে বাড়িটি ধসে পড়ে। এ ছাড়া বেলুচিস্তান, লোরালাই, কিলা সাইফুল্লাহ, দুকি, হারনাই এবং ঝাল মাগসি এলাকায় আকস্মিক বন্যায় ১৩ জন ভেসে গেছে।</p> <p>কর্মকর্তাদের মতে, লোরালাইয়ে এলাকায় একটি পরিবারের সাত সদস্য ভেসে গেলেও পাঁচ ঘণ্টা পর তাদের উদ্ধার করা হয়। এদিকে দুকির আলানবার এলাকায়ও পানিতে পাঁচজন ভেসে যায়। তাদের মধ্যে চারজনকে উদ্ধার করা হয়েছে এবং একজন এখনও নিখোঁজ রয়েছে। ঝাল মাগসীতেও বন্যার পানিতে ডুবে একজন নিখোঁজ হয়েছে।</p> <p>সূত্র : ডন</p>