<p>ভারতে পারমাণবিক ও অন্যান্য তেজস্ক্রিয় সামগ্রী চুরি ও অবৈধ বিক্রির খবরে গভীর উদ্বেগ প্রকাশ করেছে পাকিস্তান। এই ধরনের ঘটনার স্বাধীন তদন্তের আহবান জানিয়েছে দেশটি। গত মঙ্গলবার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মমতাজ জাহরা বেলুচ এই কথা জানিয়েছেন।</p> <p>সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ভারতে পারমাণবিক ও অন্যান্য তেজস্ক্রিয় পদার্থের চুরি ও অবৈধ বিক্রয়ের পুনরাবৃত্তির ঘটনাগুলোর খবরে পাকিস্তান গভীরভাবে উদ্বিগ্ন।</p> <p>সর্বশেষ ঘটনায় একদল ব্যক্তির কাছে ১০০ মিলিয়ন ডলার মূল্যের উচ্চ তেজস্ক্রিয় ও বিষাক্ত পদার্থ ক্যালিফোর্নিয়ামের অবৈধ মজুদ পাওয়া গেছে।’ </p> <p>সূত্র : জিও নিউজ</p>