<p>কেরালার ওয়েনাড় জেলার মেপ্পাদির কাছে পাহাড়ি এলাকায় বিধ্বংসী ভূমিধসের পর আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭৭ জনে। এ ছাড়া আহত হয়েছে ২০০ জনেরও বেশি। কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন নিশ্চিত করেছেন, এখন পর্যন্ত নিখোঁজ রয়েছে ২৪০ জন। এক হাজার ২০০ জনকে ক্ষতিগ্রস্ত এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। </p> <p>এদিকে কান্নুর বিমানবন্দরে পৌঁছেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী এবং কেসি ভেনুগোপাল। ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে দেখা করতে ত্রাণ শিবির এবং মেডিক্যাল কলেজে যাবেন তারা। অনুসন্ধান ও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধার কাজে অংশ নিয়েছে বিভিন্ন সংস্থা এবং সশস্ত্র বাহিনী। এ পরিস্থিতিতে কেরলার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন বৃহস্পতিবার (০১ আগস্ট) সর্বদলীয় বৈঠক ডেকেছেন। এতে ভূমিধসে নিখোঁজদের সন্ধান এবং ভিটেমাটি হারানো বাসিন্দাদের পুনর্বাসনের বিষয়ে আলোচনা হবে বলে জানা গেছে।<br />  <br /> সেতুধস ও রাস্তা ক্ষতিগ্রস্ত হওয়ায় সড়কপথে অন্য জেলার সঙ্গে বিচ্ছিন্ন হয়ে পড়েছে ওয়েনাড়। প্রবল বর্ষণ এবং একটি গুরুত্বপূর্ণ সেতু ভেঙে পড়ায় উদ্ধার তৎপরতা বাধাগ্রস্ত হচ্ছে। মনোরমা থেকে পাওয়া খবর অনুযায়ী, উদ্ধার তৎপরতা ত্বরান্বিত করতে সেনাবাহিনী মুন্ডাক্কাইতে একটি বেইলি ব্রিজ তৈরি করেছে। সিএম বিজয়ন আলো উল্লেখ করেছেন, ওয়ানাড়ে ৪৫টি ত্রাণ শিবির স্থাপন করা হয়েছে। সেখানে তিন হাজারের বেশি বাস্তুচ্যুত ব্যক্তিকে আশ্রয় দেওয়া হয়েছে। </p> <p>সূত্র : দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস</p>