<p>ফিলিস্তিনের গাজায় ত্রিমুখী হামলা চালিয়েছে ইসরায়েল। সোমবার গাজার স্থল, জল ও আকাশপথে ব্যাপক হামলা চালায় দেশটি। এরই মধ্যে গাজায় যুদ্ধবিরতি থেকে সরে এসেছে হামাস। তাই সংঘাত থামারও কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। এএফপি সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।</p> <p>প্রতিবেদনে বলা হয়েছে, এদিন উত্তর গাজার আল-হাওয়া, শেখ আজলিন ও আল-সাবরা এলাকায় বোমা ও গুলি চালিয়েছে ইসরায়েলি সেনারা। মধ্য গাজার আল-মুগারাকা এলাকাও ইসরায়েলের গোলা আঘাত হেনেছে। এ ছাড়া দক্ষিণ গাজার খান ইউনিস ও রাফা এলাকায় সামরিক নৌযান ও হেলিকপ্টার থেকে হামলা চালানো হয়েছে।</p> <p>ফিলিস্তিনি রেড ক্রিসেন্টের তথ্য মতে, মধ্য গাজার আল-মাগাজি শিবিরে ইসরায়েলি হামলায় তিন শিশুসহ পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।</p> <p>ইসরায়েলের সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, গাজার সীমান্ত এলাকায় তাদের সামরিক অভিযান চলমান। রাফা ও মধ্য গাজার হামলায় বেশ কয়েকজন ফিলিস্তিনি যোদ্ধাকে হত্যা করেছে তারা। এ ছাড়া বিভিন্ন স্থাপনাতেও হামলা চালানো হয়েছে। </p> <p>গণমাধ্যমের তথ্য অনুসারে, ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত চলমান ইসরায়েলি হামলায় অন্তত ৩৮ হাজার ৬৬৪ ফিলিস্তিনি নিহত হয়েছে। এ ছাড়া আহত হয়েছে ৮৯ হাজার ৯৭ জন। ইসরায়েলের হামলা আগে ওই দিনই দেশটিতে ঢুকে এক হাজার ১৯৫ জনকে হত্যা করেন হামাস সদস্যরা। এ ছাড়া জিম্মি করা হয় ২৫১ জনকে। তাদের মধ্যে ১১৬ জন এখনো হামাসের হাতে বন্দি।</p> <p>জিম্মিদের মুক্ত করতে ও গাজায় যুদ্ধবিরতির জন্য দফায় দফায় আলোচনায় বসছে ইসরায়েল ও হামাস। তবে আশার আলো দেখা যাচ্ছে না। এরই মধ্যে গতকাল রবিবার যুদ্ধবিরতির চলমান আলোচনা থেকে সরে দাঁড়ানোর কথা জানিয়েছে হামাস। হামাস নেতা মোহাম্মদ দাইফের হত্যাচেষ্টার সময় ৯২ ফিলিস্তিনি নিহত হওয়ার পর এ সিদ্ধান্ত নেয় সংগঠনটি।</p>