<p>মধ্য ইউক্রেনের দিনিপ্রোতে বুধবার রুশ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় পাঁচজন নিহত ও ৩৪ জন আহত হয়েছে। দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।</p> <p>ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে বলেন, ‘এখন পর্যন্ত পাঁচজন নিহত হয়েছে। তাদের পরিবার ও বন্ধুদের প্রতি আমার সমবেদনা। এ ছাড়া এক শিশুসহ ৩৪ জন আহত হয়েছে।’</p> <p>আঞ্চলিক গভর্নর সের্গেই লাইসাক এর আগে হামলাটিকে ‘দুর্ঘটনা’ বলে বর্ণনা করেছিলেন। হামলায় আহতদের মধ্যে ১৪ বছর বয়সী একটি মেয়েও রয়েছে বলেও জানিয়েছেন তিনি। এ ছাড়াও দিনিপ্রোপেট্রোভস্কের প্রধান জানান, হামলাটি ‘বিশাল’ ছিল। তার পোস্ট করা এক ছবিতে ক্ষতিগ্রস্ত ভবন এবং মাটিতে ভাঙা কাঁচ ছড়িয়ে থাকতে দেখা গেছে।</p> <p>ইউক্রেনীয় গণমাধ্যমে প্রকাশিত হামলার ফুটেজে শহরে কালো ধোঁয়া উড়তে এবং মানুষকে গাড়ি নিয়ে দ্রুত পালাতে দেখা গেছে।</p> <p>এ ছাড়া দেশটির বিমানবাহিনীর হিসাবে, দিনিপ্রোকে লক্ষ্য করে ছোড়া ছয়টি ড্রোন ও সাতটি ক্ষেপণাস্ত্রের পাঁচটিকে ভূপাতিত করা হয়েছে।</p> <p>প্রতিবেদনে বলা হয়েছে, এ হামলার কারণে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তার মিত্রদের কাছে আরো দূরপাল্লার অস্ত্র সরবরাহের আহ্বান জানায়। যা দ্বারা দেশটির বিমান প্রতিরক্ষা জোরদার ও রাশিয়ার হামলাকে নস্যাৎ করতে পারবে।</p> <p>এদিকে হামলার পর জেলেনস্কি তার মিত্রদের কাছে দূরপাল্লার অস্ত্র সরবরাহের জন্য আবারও আহ্বান জানান। এএফপির তথ্য অনুসারে, রুশ বাহিনী দুই বছর আগে যুদ্ধ শুরুর পর থেকে এই শিল্প শহর ও আশপাশের অঞ্চলে হামলা চালিয়ে যাচ্ছে। জেলেনস্কি বলেন, রাশিয়ার এসব হামলা বন্ধ করতে ইউক্রেনের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা আরো জোরদার ও দূরপাল্লার অস্ত্রের প্রয়োজন।</p> <p>যুদ্ধ শুরুর আগে দিনিপ্রোর জনসংখ্যা ছিল প্রায় ১০ লাখ। ২০২৩ সালের জানুয়ারিতে সেখানে রুশ হামলায় ৪০ জনেরও বেশি নিহত হয়েছিল।</p>