<article> <p align="left">কারাগারে থেকেই ভারতের লোকসভা নির্বাচনে জয়ী হয়েছেন ভারতের পাঞ্জাব রাজ্যের স্বঘোষিত খালিস্তানি নেতা অমৃতপাল সিং। প্রায় দুই লাখ ভোট পেয়ে তিনি জিতেছেন বলে ভারতের নির্বাচন কমিশনের ওয়েবসাইটের তথ্যে জানা গেছে। অমৃতপাল পাঞ্জাবের খাদুর সাহিব আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, কংগ্রেসের কুলবীর সিংকে দেড় লাখ ভোটে হারিয়েছেন ৩১ বছর বয়সী স্বঘোষিত খালিস্তানি নেতা।</p> </article> <p>এক বছরের বেশি সময় ধরে আসামের দিবরুগড় কারাগারে বন্দি রয়েছেন অমৃতপাল। পাঞ্জাব রাজ্যের স্বঘোষিত এই খালিস্তানি নেতা গত বছরের এপ্রিলে ভারতের জাতীয় নিরাপত্তা আইনের আওতায় গ্রেপ্তার হন। এক সহযোগীর মুক্তির দাবিতে তিনি ও তাঁর সমর্থকরা একটি পুলিশ স্টেশনে হামলা চালিয়েছিলেন।</p> <p>সূত্র : এএফপি</p>