<p>রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় রবিবার পূর্ব ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলে একটি ছোট গ্রাম দখলের দাবি করেছে। মন্ত্রণালয় ইউক্রেনীয় উমানস্কে গ্রামের কথা উল্লেখ করে বলেছে, রুশ সেনারা ‘জনপ্রিয় দোনেৎস্ক প্রজাতন্ত্রের উমানস্কে গ্রাম মুক্ত করতে সক্ষম হয়েছে’।</p> <p>উমানস্কে একটি ছোট্ট গ্রাম। ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে সামরিক আক্রমণ শুরুর আগে সেখানে ১৮০ জনেরও কম বাসিন্দা ছিল। এটি দোনেৎস্কের উত্তর-পশ্চিমে প্রায় ২৫ কিলোমিটার দূরে অবস্থিত। অঞ্চলটির প্রধান শহর দোনেৎস্ক রাশিয়ার নিয়ন্ত্রণে রয়েছে।</p> <p>এর আগে রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রেই বেলোসভ শুক্রবার বলেন, রাশিয়া ‘সব কৌশলগত দিক দিয়ে’ অগ্রগতি করেছে। তিনি জানান, মস্কোর বাহিনী শুধু এ বছরই ৮৮০ বর্গকিলোমিটার এলাকা দখল করেছে।</p> <p>এদিকে ইউক্রেনের বাহিনী কয়েক মাস ধরে চাপের মধ্যে রয়েছে, বিশেষ করে যখন থেকে রাশিয়া ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভের চারপাশে মে মাসের শুরুতে একটি নতুন আক্রমণ শুরু করে।</p> <p>এ ছাড়া রুশ সেনারা উমানস্কের প্রায় ৩০ কিলোমিটার উত্তর-পশ্চিমে অবস্থিত শহর পোকরোভস্কের দিকেও অগ্রসর হচ্ছে।</p> <p>কিয়েভ আশা করে, দীর্ঘকাল অপেক্ষায় থাকার পর পশ্চিমা যুদ্ধাস্ত্রের আসন্ন সরবরাহ তাদের সেনাদের যুদ্ধের ময়দানে সাফল্য দেবে। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সিদ্ধান্ত রাশিয়ার অভ্যন্তরে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাতের জন্য কিয়েভকে মার্কিন সরবরাহকৃত অস্ত্র ব্যবহারের অনুমতি দিয়েছে, যা ইউক্রেনের জন্য উল্লেখযোগ্য উৎসাহ জোগাচ্ছে।</p> <p>সূত্র : এএফপি</p>