<article> <p align="left">সৌদি আরবের পরিবেশবান্ধব স্মার্ট শহর ‘নিওম’ নির্মাণে জমি অধিগ্রহণ করতে গিয়ে স্থানীয়দের বাধার মুখে পড়তে হয়েছে কর্তৃপক্ষকে। তাই জমি খালি করতে বাধা দেওয়া ব্যক্তিদের হত্যার নির্দেশ দিয়েছে সৌদি কর্তৃপক্ষ। দেশটির সাবেক এক গোয়েন্দা কর্মকর্তা এই দাবি করেছেন।</p> <p align="left">কর্নেল রাবিহ আলেনেজি বলেন, নিওম প্রকল্পের আওতাধীন ‘দ্য লাইনের’ জন্য উপজাতি অধ্যুষিত একটি গ্রাম খালি করার নির্দেশ দেওয়া হয়েছিল তাঁকে। উচ্ছেদের প্রতিবাদ করায় একজনকে গুলি করে হত্যা করা হয়। তবে এ বিষয়ে সৌদি সরকার ও নিওম কর্তৃপক্ষ মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। তেলনির্ভরতা থেকে সরে আসতে ভিশন ২০৩০-এর আওতায় ৫০০ বিলিয়ন ডলারের নিওম প্রকল্প হাতে নেয় সৌদি আরব। বেশ কয়েকটি পশ্চিমা কম্পানি এর নির্মাণে সংশ্লিষ্ট।</p> </article> <p>আধুনিক শহরটি ১৭০ কিলোমিটার দীর্ঘ এবং মাত্র ২০০ মিটার চওড়া হবে। এতে কোনো গাড়ি থাকবে না। ধারণা করা হচ্ছে, ২০৩০ সালের মধ্যে প্রকল্পটির মাত্র ২.৪ কিলোমিটার কাজ সম্পন্ন হবে। যেখানে শহরটি নির্মাণ করা হচ্ছে, সেখানটাকে ‘খালি ক্যানভাস’ আখ্যা দেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। কিন্তু প্রকল্পটি বাস্তবায়ন করতে গিয়ে ছয় হাজারের বেশি মানুষকে উচ্ছেদ করা হয়েছে। তবে যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার গোষ্ঠী এএলকিউএসটি বলছে, সংখ্যাটি আরো বেশি। অভিযোগ রয়েছে, ভুক্তভোগীদের প্রতিশ্রুত ক্ষতিপূরণ দেয়নি সৌদি সরকার।</p> <article> <p>উপগ্রহের চিত্র বিশ্লেষণে দেখা গেছে, আল-খুরাইবাহ, শারমা ও গায়াল নামের তিনটি গ্রাম খালি করা হয়েছে। সেখানকার বাড়িঘর, স্কুল ও হাসপাতাল মানচিত্র থেমে বিলীন হয়ে গেছে।</p> </article> <p>সূত্র : বিবিসি</p>