<p>ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) তার পাঁচ সদস্য শনিবার দামেস্কে এক হামলায় নিহত হয়েছে বলে নিশ্চিত করেছে। পাশাপাশি তেহরান এ হামলার জন্য ইসরায়েলকে দায়ী করে বলেছে, তারা ‘প্রতিক্রিয়া দেখানোর অধিকার সংরক্ষণ করে’।</p> <p>পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি তেহরানের চিরশত্রু ইসরায়েলের দ্বারা ‘সিরিয়ার সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার ঘন ঘন লঙ্ঘন এবং আক্রমণাত্মক ও উসকানিমূলক হামলার বৃদ্ধি’র নিন্দা করেছেন। তিনি বলেছেন, ‘ইসলামী প্রজাতন্ত্র ইরান সঠিক সময়ে ও স্থানে...সিরিয়ার রাজধানীতে সর্বশেষ হামলার জবাব দেওয়ার অধিকার সংরক্ষণ করে।’</p> <p><strong><span style="background-color:#ecf0f1;">আরো পড়ুন : </span><a href="https://www.kalerkantho.com/online/world/2024/01/20/1356390"><span style="color:#3498db;"><span style="background-color:#ecf0f1;">‘ইসরায়েলি’ হামলায় সিরিয়ায় নিযুক্ত ইরানের গোয়েন্দাপ্রধান নিহত</span></span></a></strong></p> <p>যুদ্ধ পর্যবেক্ষক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, দামেস্কের মাজেহ এলাকায় ইসরায়েলি হামলায় ১০ জন নিহত হয়েছে।</p> <p>বাহিনীটির বার্তা সংস্থা সিপাহ বলেছে, ‘দুষ্ট ও অপরাধী ইহুদিবাদী সরকার (ইসরায়েল)’ তাদের চারজন সামরিক উপদেষ্টাকে হত্যা করেছে। অন্যদিকে ইরানের মেহর বার্তা সংস্থা জানিয়েছে, নিহতদের মধ্যে একজন সিরিয়ায় নিযুক্ত ইরানি বাহিনীর গুপ্তচরপ্রধান। মেহর পরে আইআরজিসিকে উদ্ধৃত করে জানায়, হামলায় আহত পঞ্চম সদস্যও মারা গেছেন।</p> <p>সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইসরায়েলের বিরুদ্ধে সিরিয়া ও লেবাননে হামাসের সমর্থক জ্যেষ্ঠ ইরানি ও তাঁদের সহযোগীদের ওপর আক্রমণ তীব্র করার অভিযোগ আনা হয়েছে। এতে গাজার সংঘাত পুরো অঞ্চলজুড়ে আরো ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা জেগেছে।</p> <p>কানানি অভিযোগ করেছেন, এই অঞ্চলজুড়ে ইসরায়েলের সামরিক কর্মকাণ্ড যুদ্ধক্ষেত্রে তার বাহিনীর ‘দুর্বলতা ও হতাশার প্রতিফলন ঘটায়’। তিনি সর্বশেষ এ হামলাকে ‘এ অঞ্চলে অস্থিতিশীলতা ও নিরাপত্তাহীনতা ছড়ানোর মরিয়া প্রচেষ্টা’ বলে অভিহিত করেছেন।</p> <p>ইরাকের উত্তরের স্বায়ত্তশাসিত প্রদেশ কুর্দিস্তানের রাজধানী আরবিলে ‘ইসরায়েলের একটি গোয়েন্দা সদর দপ্তরে’ হামলা চালানোর ঘোষণার চার দিন পর মাজেহের ওপর হামলা চালানো হয়। ইরাকি কর্তৃপক্ষ জানিয়েছে, হামলায় চার বেসামরিক নাগরিক নিহত ও ছয়জন আহত হয়েছে।</p> <p>সূত্র : এএফপি</p>