<p>ভারতের তেলেঙ্গানার মেদক জেলায় একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। এই ঘটনায় ভারতীয় বিমান বাহিনীর দুই পাইলট নিহত হয়েছেন। দুর্ঘটনার কারণ জানতে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। স্থানীয় সময় আজ সোমবার তেলেঙ্গানার মেদক জেলার তুপ্রানের রাভেলি গ্রামে দুর্ঘটনাটি ঘটে। </p> <p>পিলাটাস পিসি-৭ এমকে-২ মডেলের প্রশিক্ষণ বিমানটি আজ সকালে হায়দ্রাবাদের এয়ার ফোর্স একাডেমি (এএফএ) থেকে একটি নিয়মিত প্রশিক্ষণের জন্য উড্ডয়ন করেছিল। এর পরেই বিমানটি দুর্ঘটনার শিকার হয়। একজন প্রশিক্ষক এবং একজন প্রশিক্ষণার্থী পাইলট বিমানে ছিলেন। </p> <p>ভারতীয় বিমান বাহিনী এক্স (সাবেক টুইটার)-এ বিষয়টি নিশ্চিত করেছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি বলেন, “হায়দ্রাবাদের কাছে এই দুর্ঘটনায় মর্মাহত। দুইজন পাইলট প্রাণ হারিয়েছেন, এটা দুঃখজনক। আমার শোকাহত পরিবারগুলোর পাশে আছি।”</p> <p>সূত্র: এনডিটিভি</p>