<p>বঙ্গোপসাগর এবং দক্ষিণ আন্দামান সাগরে ঘূর্ণিঝড় মিচাং আছড়ে পড়ায় ভারতের আবহাওয়া বিভাগ (আইএমডি) সতর্কতা জারি করেছে। তীব্র হওয়ার আশঙ্কার সঙ্গে ঘূর্ণিঝড়টি ৪ ডিসেম্বর তামিলনাড়ু ও এর আশপাশে আঘাত করবে বলে আশঙ্কা করা হচ্ছে। তাই দক্ষিণ ভারতজুড়ে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।</p> <p><strong>আইএমডি সতর্কতা</strong><br /> তামিলনাড়ু, উপকূলীয় এবং অভ্যন্তরীণ অন্ধ্র প্রদেশের জন্য একটি ‘কমলা’ সতর্কতা জারি করা হয়েছে, যা মাঝারি থেকে ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা নির্দেশ করে।</p> <p><strong>আবহাওয়ার পূর্বাভাস</strong><br /> আইএমডি ২ ডিসেম্বর থেকে ৪ ডিসেম্বরের মধ্যে উত্তর উপকূলীয় তামিলনাড়ুতে বিচ্ছিন্ন ভারি বৃষ্টিপাতের পূর্বাভাসে দিয়েছে। অন্যদিকে অব্যাহত বৈরী আবহাওয়ার কারণে চেন্নাইতে জলাবদ্ধতার ঘটনা ঘটেছে এবং সরকারি সম্পত্তির ক্ষতি হয়েছে।</p> <p><strong>আবহাওয়া পর্যবেক্ষণ</strong><br /> দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের নিম্নচাপটি আরো তীব্র হওয়ার আশঙ্কা করা হচ্ছে। আইএমডি ভবিষ্যদ্বাণী করেছে, এটি ৩ ডিসেম্বরের মধ্যে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ে পরিণত হবে।</p> <p><strong>জলাধারের ওপর প্রভাব</strong><br /> নিম্নচাপের প্রতিক্রিয়া হিসেবে সরকার সক্রিয় পদক্ষেপ নিয়েছে। ১ ডিসেম্বর কাঞ্চিপুরম জেলার চেম্বারমবাক্কাম হ্রদ থেকে ৪০২ ঘনফুট পানি ছেড়ে দেওয়া হয়েছে। এই পদক্ষেপের লক্ষ্য পানির স্তর পরিচালনা এবং সম্ভাব্য বন্যা রোধ করা।</p> <p><strong>মিচাংয়ের পথের অনুমান</strong><br /> চেন্নাই ও মাছিলিপত্তনমের মধ্যে দক্ষিণ অন্ধ্র প্রদেশ এবং সংলগ্ন উত্তর তামিলনাড়ু উপকূল অতিক্রম করে ৪ ডিসেম্বর সন্ধ্যার দিকে ঘূর্ণিঝড় মিচাং উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। ঘূর্ণিঝড়ের পথ পরিবর্তন হওয়ার সঙ্গে সঙ্গে বাসিন্দাদের এবং কর্তৃপক্ষকে ঘনিষ্ঠভাবে হালনাগাদ তথ্যগুলো পর্যবেক্ষণ করতে হবে।</p> <p><strong>জেলেদের নিরাপত্তা</strong><br /> কর্তৃপক্ষ উপকূলীয় এলাকায় জেলেদের নিরাপত্তার কারণে সমুদ্রে কার্যক্রম স্থগিত করার আহ্বান জানিয়ে পরামর্শ জারি করেছে।</p> <p><strong>সরকারের প্রস্তুতি</strong><br /> ঘনিয়ে আসা ঘূর্ণিঝড়ের আলোকে সরকার জলাধার থেকে পানি ছেড়ে দেওয়া এবং সতর্কতা জারিসহ আগাম পদক্ষেপ শুরু করেছে।</p> <p><strong>জননিরাপত্তা</strong><br /> বাসিন্দাদের অফিশিয়াল চ্যানেলের মাধ্যমে অবগত থাকার, নিরাপত্তা নির্দেশিকা অনুসরণ করার এবং কর্তৃপক্ষকে সহযোগিতা করার পরামর্শ দেওয়া হচ্ছে।</p> <p>সূত্র : এনডিটিভি</p>