<p>ছয় সপ্তাহেরও বেশি সময় পর সোমবারও গাজায় যুদ্ধ চলছে। ৭ অক্টোবর হামাসের হামলার পর ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীটিকে ধ্বংস করার প্রতিশ্রুতি নিয়ে ইসরায়েল বিমান ও স্থল আক্রমণ শুরু করেছিল। ইসরায়েলি কর্মকর্তাদের মতে, হামাসের হামলায় ইসরায়েলে প্রায় এক হাজার ২০০ জন নিহত এবং প্রায় ২৪০ জন জিম্মি হয়েছে। অন্যদিকে হামাস শাসিত অঞ্চলের কর্মকর্তারা জানিয়েছেন, যুদ্ধে এখন পর্যন্ত গাজায় প্রায় ১৩ হাজার মানুষ নিহত হয়েছে, যার মধ্যে শিশুর সংখ্যা সাড়ে পাঁচ হাজারেরও বেশি। </p> <p>যুদ্ধের গত ২৪ ঘণ্টার পাঁচটি উল্লেখযোগ্য খবর :</p> <p><strong>হাসপাতালে প্রাণঘাতী হামলা</strong><br /> সোমবার হামাস শাসিত গাজা উপত্যকার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ফিলিস্তিনি ভূখণ্ডের উত্তরে একটি হাসপাতালে ইসরায়েলি হামলায় ১২ জন নিহত হয়েছে।</p> <p>মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কুদরা বলেছেন, ইন্দোনেশিয়ার হাসপাতালকে লক্ষ্য করে ইসরায়েলি দখলদারির ফলে রোগী ও তাদের সঙ্গীসহ ১২ জন নিহত এবং কয়েক ডজন মানুষ আহত হয়েছে।</p> <p>কুদরা জানিয়েছেন, প্রায় ৭০০ জন হাসপাতালে রয়ে গেছে। সেখানে তারা ইসরায়েলি বাহিনীর ‘অবরোধের’ শিকার।</p> <p><strong>গাজা থেকে মিসরে শিশুরা</strong><br /> অকালে জন্ম নেওয়া ২৯টি শিশু সোমবার মিসরে পৌঁছেছে বলে মিসরীয় গণমাধ্যম জানিয়েছে। হামাসের সঙ্গে ইসরায়েলের যুদ্ধের কেন্দ্রবিন্দুতে পরিণত হওয়ায় তাদের গাজার বৃহত্তম হাসপাতাল থেকে সরিয়ে নেওয়া হয়।</p> <p>শিশুদের আল-শিফা হাসপাতাল থেকে রবিবার সরিয়ে নেওয়া হয়েছিল। হাসপাতালটিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা একটি ‘মৃত্যুপুরী’ হিসেবে বর্ণনা করেছে। কারণ ইসরায়েল এই জায়গাটির নিচে সুড়ঙ্গে থাকা হামাসের ঘাঁটিগুলোকে উন্মোচন করতে চায়।</p> <p>প্রাথমিকভাবে ৩১টি শিশুকে আল-শিফা থেকে সরিয়ে নেওয়ার খবর পাওয়া গেলেও ২৯টি শিশু কেন মিসরে গেছে তা এখনো স্পষ্ট নয়।</p> <p><strong>লোহিত সাগরে জাহাজ জব্দ</strong><br /> ইয়েমেনের ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা রবিবার জানিয়েছে, তারা লোহিত সাগরে এক ইসরায়েলি ব্যবসায়ীর মালিকানাধীন একটি জাহাজ জব্দ করেছে।</p> <p>হুথি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেছেন, বিদ্রোহীরা একটি ইসরায়েলি জাহাজ আটক করে ইয়েমেনের উপকূলে নিয়ে গেছে।</p> <p>বিদ্রোহী গোষ্ঠী জলপথে ইসরায়েলি জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করার হুমকি দেওয়ার কয়েক দিন পর এই ঘোষণা এলো।</p> <p>জাহাজটি একটি জাপানি সংস্থা পরিচালনা করে। জাপানের পররাষ্ট্রমন্ত্রী ইয়োকো কামিকাওয়া বলেছেন, টোকিও ইসরায়েলের সঙ্গে যোগাযোগ করছে এবং ‘জাহাজ ও ক্রু সদস্যদের দ্রুত মুক্ত’ করার জন্য ‘সরাসরি হুথিদের সঙ্গে যোগাযোগ করছে’।</p> <p><strong>১৩ হাজার মৃত্যু</strong><br /> গাজার হামাস সরকার রবিবার বলেছে, ইসরায়েলি সেনা ও হামাস যোদ্ধাদের মধ্যে ৭ অক্টোবর যুদ্ধ শুরুর পর থেকে ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের লাগাতার বিমান হামলা ও বোমাবর্ষণে নিহতের সংখ্যা ১৩ হাজার ছুঁয়েছে।</p> <p>নিহতদের মধ্যে সাড়ে পাঁচ হাজারের বেশি শিশু ও সাড়ে তিন হাজারের বেশি নারী রয়েছে বলেও হামাস সরকার জানিয়েছে। এ ছাড়া যুদ্ধে আহত হয়েছে প্রায় ৩০ হাজার মানুষ।</p> <p>স্বাস্থ্য মন্ত্রণালয় আগে বলেছিল, তারা আর সঠিক পরিসংখ্যান প্রকাশ করতে পারছে না। কারণ তীব্র লড়াই মৃতদেহ উদ্ধার করার ক্ষেত্রে বাধা সৃষ্টি করছে।</p> <p><strong>জিম্মি চুক্তির ‘কাছাকাছি’</strong><br /> কাতারের প্রধানমন্ত্রী রবিবার বলেছেন, আলোচনায় ‘খুব ছোট’ চ্যালেঞ্জগুলো রয়ে গেছে। তবে তিনি এ বিষয়ে বিশদ কোনো বিবরণ বা সময়সীমা প্রদান করেননি। তিনি একজন মধ্যস্থতাকারী, যিনি যুদ্ধবিরতির বিনিময়ে গাজায় আটক জিম্মিদের মুক্ত করার জন্য আলোচনায় সহায়তা করেছেন।</p> <p>কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আবদুল রহমান আল থানি বলেছেন, ‘আমি মনে করি, আমি এখন আরো আত্মবিশ্বাসী যে আমরা একটি চুক্তিতে পৌঁছনোর যথেষ্ট কাছাকাছি আছি।’</p> <p>অন্যদিকে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা বিষয়ক উপউপদেষ্টা জন ফিনার মার্কিন গণমাধ্যমকে বলেছেন, একটি চুক্তি নিশ্চিত করার জন্য ‘আমরা বেশ কিছু সময়ের চেয়ে কাছাকাছি’। কিন্তু পরে তিনি জানান, সব কিছু একমত না হওয়া পর্যন্ত বাস্তবে কিছুই প্রযোজ্য হবে না।</p> <p>সূত্র : এএফপি</p>