<p>গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনির সংখ্যা বেড়ে হয়েছে ১১ হাজার ৭৮। অবরুদ্ধ অঞ্চলের স্বাস্থ্য মন্ত্রণালয় শুক্রবার এ তথ্য জানিয়েছে।</p> <p>এদিন মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কুদরা গাজা সিটিতে এক সংবাদ সম্মেলনে বলেন, নিহতদের মধ্যে চার হাজার ৫০৬ শিশু, তিন হাজার ২৭ নারী এবং ৬৭৮ বৃদ্ধ রয়েছে। এ ছাড়া আহত হয়েছে ২৭ হাজার ৪৯০ জন।</p> <p>আল-কুদরা বলেন, ইসরায়েলি হামলায় দেড় হাজার শিশুসহ দুই হাজার ৭০০ মানুষ ভবনের ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছে বলে জানা গেছে।</p> <p>ইসরায়েলি আগ্রাসনে ১৯৮ জন চিকিৎসক মারা গেছেন এবং ৫৩টি অ্যাম্বুলেন্স ধ্বংস হয়েছে জানিয়ে মুখপাত্র বলেন,  ইসরায়েল ১৩৫টি চিকিৎসা স্থাপনাকে লক্ষ্যবস্তু করেছে। ফলে ২১টি হাসপাতাল ও ৪৭টি প্রাথমিক চিকিৎসাকেন্দ্র পরিষেবার রয়েছে।</p> <p>৭ অক্টোবর হামাসের আন্তঃসীমান্ত হামলার পর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় নিরলস বিমান ও স্থল হামলা শুরু করে। সরকারি পরিসংখ্যান অনুসারে, তখন থেকে প্রায় দেড় হাজার ইসরায়েলি নিহত হয়েছে।</p> <p>এদিকে বিপুলসংখ্যক হতাহত এবং ব্যাপক স্থানচ্যুতির পাশাপাশি ইসরায়েলি অবরোধের কারণে গাজার ২৩ লাখ বাসিন্দার জন্য মৌলিক সরবরাহ কমে চলেছে।</p> <p>সূত্র : আনাদোলু এজেন্সি</p>