<p>সাগরপথে চলে আসা অভিবাসনপ্রত্যাশীদের একটা সময় পর্যন্ত আলবেনিয়ায় রাখার ব্যবস্থা করতে চলেছে ইতালি সরকার। এ লক্ষ্যে আলবেনিয়ায় দুটি সাময়িক আশ্রয়শিবির নির্মাণের বিষয়ে দ্বিপক্ষীয় চুক্তি হয়েছে। সোমবার ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এ তথ্য জানান।</p> <p>মেলোনি প্রধানমন্ত্রী হয়েছেন গত বছর। তার দল ব্রাদার্স অব ইতালির সবচেয়ে বড় নির্বাচনী প্রতিশ্রুতি ছিল সরকার গঠন করার পর ইতালিতে অবৈধ অভিবাসন বন্ধ করা। চরম ডানপন্থী দলের নেত্রী হিসেবে মেলোনি প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর থেকে সেই লক্ষ্য অর্জনের জন্য কাজ করছিলেন। তা সত্ত্বেও ভূমধ্যসাগর হয়ে অভিবাসনপ্রত্যাশীদের ইতালিতে প্রবেশ হু হু করে বেড়েছে।</p> <p>২০২৩ সালের পরিসংখ্যান বলছে, গত বছরের তুলনায় অবৈধ পথে অভিবাসনপ্রত্যাশীদের ইতালিতে প্রবেশের হার অনেক বেড়েছে। গত বছর জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত ১০ মাসে যেখানে মোট ৮৮ হাজার অভিবাসনপ্রত্যাশী ইতালিতে পা রেখেছিল, চলতি বছর একই সময়ে সেই সংখ্যাটা বেড়ে এক লাখ ৪৫ হাজার হয়েছে।</p> <p>মেলোনি সরকার মনে করে, আলবেনিয়ায় দুটি অস্থায়ী আশ্রয়শিবির গড়ে সাগরপথে আসা অভিবাসনপ্রত্যাশীদের সেখানে রেখে পরিস্থিতির উন্নতি ঘটানো সম্ভব। সোমবার রোমে আলবেনিয়ার প্রধানমন্ত্রী এডি রামা ও ইতালির প্রধানমন্ত্রী মেলোনি এমন আশ্রয়শিবির নির্মাণের বিষয়ে একটি দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষর করেন।</p> <p>চুক্তি সম্পাদনের পর মেলোনি জানান, ‘রিসিপশন সেন্টার’, অর্থাৎ অস্থায়ী আশ্রয়শিবির দুটি নির্মাণ করা হবে আলবেনিয়ার শেংজিন ও জাদার অঞ্চলে। নির্মাণের সম্পূর্ণ ব্যয় বহন করবে ইতালি সরকার। আশ্রয়শিবিরগুলোর নির্মাণকাজ ২০২৪ সালের মধ্যে শেষ করে প্রাথমিকভাবে সেখানে তিন হাজার অভিবাসনপত্যাশীকে রাখার পরিকল্পনা করছে সরকার।</p> <p>তবে প্রধানমন্ত্রী মেলোনি জানিয়েছেন, পর্যায়ক্রমে ধারণক্ষমতা বাড়াতে বাড়াতে একসময় বছরে ৩৬ হাজারের মতো অভিবাসনপ্রত্যাশীকে সেখানে রাখা যাবে বলে তিনি আশা করেন।</p> <p><strong>আলবেনিয়ার রিসিপশন সেন্টারে কে, কেন থাকবে?</strong><br /> আলবেনিয়ার শেংজিন ও জাদার অঞ্চলে দুটি রিসিপশন সেন্টারে অপ্রাপ্তবয়স্ক ও অন্তঃসত্ত্বা নারী ছাড়া বাকি সব অভিবাসনপ্রত্যাশীকে রাখা হবে। তবে কাউকেই দীর্ঘদিন রাখা হবে না। অভিবাসনের আবেদন যাচাই-বাছাই শেষে যাদের আবেদন গৃহীত হবে, তাদের নিয়ে যাওয়া হবে ইতালিতে। আর যাদের আবেদন প্রত্যাখ্যাত হবে, তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠাবে আলবেনিয়া সরকার।</p> <p>সোমবার আলবেনিয়ায় নির্মিতব্য অস্থায়ী আশ্রয়শিবির দুটি সম্পর্কে আরো দুটি গুরুত্বপূর্ণ তথ্য জানানো হয়েছে। এক, আশ্রয় শিবির পরিচালিত হবে ইতালির আইনে। দুই, শিবিরের বাহ্যিক নিরাপত্তার যাবতীয় বিষয় দেখভাল করবে আলবেনিয়া।</p> <p><strong>বিরোধীদের প্রতিক্রিয়া</strong><br /> নির্বাচনের আগে ইউরোপের বাইরে এমন অস্থায়ী আশ্রয়শিবির নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছিল মেলোনির দল ব্রাদার্স অব ইতালি। সরকার গঠনের পর উত্তর আফ্রিকার কয়েকটি দেশের সঙ্গে এ বিষয়ে আলোচনাও করেছে মেলোনির সরকার। কিন্তু সে অঞ্চলের কোনো দেশ এমন আশ্রয়শিবির নির্মাণে রাজি হয়নি।</p> <p>এবার আলবেনিয়া রাজি হয়ে চুক্তিও স্বাক্ষর করায় মেলোনি খুব খুশি। এতে তিনি ইউরোপের জন্য কল্যাণকর কিছু করার আনন্দ পাচ্ছেন—এমন ইঙ্গিত দিয়ে ইতালির প্রধানমন্ত্রী বলেন, ‘আমার বিবেচনায় এটা সত্যিকার অর্থেই একটি ইউরোপীয় চুক্তি। অভিবাসীদের স্রোত ব্যবস্থাপনার কাজ যে সবাই মিলে করা সম্ভব—এটি (চুক্তি) তা দেখিয়ে দিল।’</p> <p>ইতালির বিরোধী দলের সংসদ সদস্য আঞ্জেলো বনেলি অবশ্য তা মনে করেন না। তার মতে, ইতালি আর আলবেনিয়া সরকারের এ চুক্তি ‘কনভেনশন ও আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন।’</p> <p><em><strong>অভিবাসনসংক্রান্ত আরো খবর :</strong></em></p> <ul> <li><strong><a href="https://www.kalerkantho.com/online/world/2023/11/07/1333982"><span style="color:#3498db;">অভিবাসীদের স্রোতের মুখে নীতি বদলাবে জার্মানি?</span></a></strong></li> <li><strong><a href="https://www.kalerkantho.com/online/world/2023/10/23/1329551"><span style="color:#3498db;">ইইউতে আশ্রয় চেয়েছে ২৫ হাজার বাংলাদেশি</span></a></strong></li> <li><strong><a href="https://kalerkantho.com/online/world/2023/10/10/1325704"><span style="color:#3498db;">২০১৬ সালের পর ইউরোপীয় ইউনিয়নে সর্বোচ্চ আশ্রয় আবেদন</span></a></strong></li> <li><strong><a href="https://kalerkantho.com/online/world/2023/10/03/1323580"><span style="color:#3498db;">লিবিয়ার বিরুদ্ধে অভিবাসীবাহী নৌকা ডোবানোর অভিযোগ : ভিডিও</span></a></strong></li> <li><strong><a href="https://kalerkantho.com/online/world/2023/09/30/1322620"><span style="color:#3498db;">জার্মানিতে এই মুহূর্তে শরণার্থী অনেক বেশি : শলৎস</span></a></strong></li> <li><strong><a href="https://kalerkantho.com/online/world/2023/09/29/1322287"><span style="color:#3498db;">নতুন আইন করে শরণার্থী সংকট সামাল দিতে চাইছে ইইউ</span></a></strong></li> <li><strong><a href="https://kalerkantho.com/online/world/2023/09/26/1321608"><span style="color:#3498db;">১৬ বছরের মধ্যে আয়ারল্যান্ডে সর্বোচ্চ অভিবাসন</span></a></strong></li> <li><strong><a href="https://www.kalerkantho.com/online/world/2023/08/24/1311571"><span style="color:#3498db;">জার্মান নাগরিকত্ব আইন সংস্কার : নতুন যা থাকছে</span></a></strong></li> <li><strong><a href="https://kalerkantho.com/online/world/2023/08/27/1312410"><span style="color:#3498db;">শরণার্থী আসা বাড়ায় জার্মানিতে আশ্রয়ের অধিকার নিয়ে বিতর্ক</span></a></strong></li> <li><strong><a href="https://www.kalerkantho.com/online/world/2023/07/14/1298583"><span style="color:#3498db;">ভূমধ্যসাগর ক্রসিংয়ে ৬ মাসে ২৮৯ শিশুর মৃত্যু : জাতিসংঘ</span></a></strong></li> <li><strong><a href="https://kalerkantho.com/online/world/2023/07/06/1296046"><span style="color:#3498db;">২০১৭ সালের পর এ বছর ভূমধ্যসাগরে রেকর্ডসংখ্যক মানুষের মৃত্যু</span></a></strong></li> <li><strong><a href="https://kalerkantho.com/online/world/2023/09/05/1315240"><span style="color:#3498db;">ইইউতে আশ্রয় আবেদন বেড়েছে ২৮ ভাগ, তালিকায় বাংলাদেশিরাও</span></a></strong></li> <li><strong><a href="https://www.kalerkantho.com/online/world/2023/08/19/1309875"><span style="color:#3498db;">ইইউতে বিনিয়োগ : ৮ বছরে নাগরিক হয়েছেন এক লাখ ৩২ হাজার অভিবাস</span></a><span style="color:#3498db;">ী</span></strong></li> <li><strong><a href="https://www.kalerkantho.com/online/world/2023/06/09/1288156"><span style="color:#3498db;">ইউরোপে আশ্রয় : বাংলাদেশসহ কিছু দেশের সামনে আরো বাধা</span></a></strong></li> <li><strong><a href="https://www.kalerkantho.com/online/world/2023/03/04/1257904"><span style="color:#3498db;">২০২১ সালে ইইউর নাগরিকত্ব পেয়েছেন ৯ হাজার বাংলাদেশি</span></a></strong></li> <li><strong><a href="https://www.kalerkantho.com/online/world/2023/02/27/1256217"><span style="color:#3498db;">ইউরোপে আশ্রয় আবেদনে বাংলাদেশিদের নতুন রেকর্ড</span></a></strong></li> <li><strong><a href="https://kalerkantho.com/online/world/2023/09/01/1314037"><span style="color:#3498db;">ব্রিটেনে দ্বৈত নাগরিকের সংখ্যা এক দশকে দ্বিগুণ</span></a></strong></li> </ul>