<p>গাজায় স্থল অভিযানে গিয়ে স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস যোদ্ধাদের হাতে ১১ ইসরায়েলি সেনা নিহত হয়েছে। এ ছাড়া আরো দুই সেনা গুরুতর আহত হয়েছে বলে ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে। হামাসের সঙ্গে চলমান যুদ্ধে নিহত সৈন্যদের তালিকা হালনাগাদ করেছে ইসরায়েলি সেনাবাহিনী।</p> <p>স্থানীয় সময় মঙ্গলবার গাজায় মারা যাওয়া ১১ সেনাসহ মৃতের সংখ্যা এখন ৩২৬ জনে দাঁড়িয়েছে। এই সেনাদের সবার বয়স ছিল ১৯ থেকে ২০ বছরের মধ্যে। ইসরায়েলি সামরিক বাহিনী তাদের ওয়েবসাইটে একটি তালিকার আপডেট করেছে। সেখানে উল্লেখ করা হয়েছে, গত ৭ অক্টোবরের হামলার পর থেকে তাদের কতজন সেনা নিহত হয়েছে। ওয়েবসাইটটিতে নিহতদের বয়স উল্লেখসহ ছবি পোস্ট করা হয়েছে। </p> <p>ইসরায়েল বলেছে, যুদ্ধে যারা নিহত হয়েছে তাদের বেশির ভাগই ৭ অক্টোবর বা তার কাছাকাছি সময়ে হামাসের আক্রমণে মারা গেছে। গাজায় হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় ৭ অক্টোবর থেকে গাজার ভেতরে নিহত মানুষের সংখ্যার দৈনিক আপডেট দিয়ে থাকে। সর্বশেষ মোট সংখ্যা ছিল আট হাজার ৫২৫।</p> <p>সূত্র : আলজাজিরা, বিবিসি<br />  </p>