<p>ইসরায়েল ও গাজার সংঘাত অষ্টম দিনে প্রবেশ করেছে। সেখানে ইতিমধ্যে মধ্যাহ্ন পেরিয়েছে। এখানে যুদ্ধসংক্রান্ত সাম্প্রতিক ঘটনাগুলোর একটি সংক্ষিপ্ত বিবরণ দেওয়া হলো :</p> <ul> <li>ইসরায়েলের প্রত্যাশিত স্থল অভিযানের আগে দেশটির সেনারা গাজার কাছে জড়ো হচ্ছেন।<br />  </li> <li>গাজার উত্তর থেকে দক্ষিণে বেসামরিক নাগরিকদের সরে যেতে ইসরায়েল নির্দেশ দিয়েছিল। স্থানীয় সময় দুপুর ১টা পর্যন্ত তাদের জন্য নিরাপদ পথ খোলা থাকবে।<br />  </li> <li>যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তর গাজার ব্রিটিশ নাগরিকদের মিসরে রাফাহ সীমান্ত ক্রসিং খুলে দেওয়ার বিষয়ে প্রস্তুত থাকতে বলছে। অন্যদিকে একটি ত্রাণবাহী বহর ক্রসিংয়ে গাজায় প্রবেশের জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করছে।<br />  </li> <li>অন্য খবরে, লেবানন থেকে একটি ক্ষেপণাস্ত্রের আঘাতে উত্তর ইসরায়েলে একজন ইসরায়েলি বেসামরিক নাগরিক নিহত এবং আরো দুইজন আহত হয়েছে বলে ইসরায়েলি জরুরি পরিষেবা জানিয়েছে।<br />  </li> <li>ইসরায়েলে অবস্থিত মার্কিন দূতাবাস বলেছে, তারা আমেরিকান ও তাদের নিকটাত্মীয়দের সমুদ্রপথে দেশে সরিয়ে নেওয়ার প্রস্তাব দিয়েছে।<br />  </li> <li>ইসরায়েল-লেবানন সীমান্তে উত্তেজনা বাড়ার সঙ্গে সঙ্গে হামাস বলেছে, তাদের তিনজন যোদ্ধা সীমান্ত দিয়ে ইসরায়েলে অনুপ্রবেশ করেছিলেন। পরে তাদের হত্যা করা হয়েছে।<br />  </li> <li>গত সপ্তাহান্তে ইসরায়েলে হামাসের হামলার পর এক হাজার ৩০০ জনেরও বেশি লোক নিহত হয়েছে। সেই সঙ্গে গাজায় ইসরায়েলি জিম্মির সংখ্যা ১২৬। অন্যদিকে ফিলিস্তিনি কর্তৃপক্ষ বলছে, গাজা উপত্যকায় ইসরায়েলের বোমা হামলার পর এখন পর্যন্ত দুই হাজার ৩০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে।<br />  </li> <li>ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, সংঘাতের ‘পরবর্তী পর্যায় আসছে’। সেই সঙ্গে গভীর রাতে ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, তারা স্থল, আকাশ ও সমুদ্রপথে অভিযানের পরিকল্পনা করেছে। তবে কোনো এর জন্য কোনো সময় বা সুনির্দিষ্ট তথ্য দেওয়া হয়নি।</li> </ul> <p>সূত্র : বিবিসি</p>