kalerkantho

সোমবার । ৫ ডিসেম্বর ২০২২ । ২০ অগ্রহায়ণ ১৪২৯ । ১০ জমাদিউল আউয়াল ১৪৪৪

সোমালিয়ায় গাড়ি বোমা বিস্ফোরণে নিহত ১০০, আহত ৩০০

অনলাইন ডেস্ক   

৩০ অক্টোবর, ২০২২ ১১:৫৩ | পড়া যাবে ১ মিনিটেসোমালিয়ায় গাড়ি বোমা বিস্ফোরণে নিহত ১০০, আহত ৩০০

সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে দুটি গাড়িতে বোমা বিস্ফোরণের ঘটনায় অন্তত ১০০ জন নিহত হয়েছে। এ ঘটনায় আরো অন্তত ৩০০ জন আহত হয়েছে। স্থানীয় সময় শনিবার দেশটির রাজধানীর শিক্ষা মন্ত্রণালয়ের সামনে এ ঘটনা ঘটেছে।  

সোমালিয়ার প্রেসিডেন্ট হাসান শেখ মহামুদ ঘটনাস্থল পরিদর্শনের পর আজ রবিবার সকালে এক বিবৃতিতে বলেছেন, আমাদের জনগণ গণহত্যার শিকার হয়েছে ... মায়ের কোলে সন্তানের লাশ, অনেক বাবা আহত হয়েছে, নিহতদের অনেকে ছাত্র এবং ব্যবসায়ী রয়েছে; যারা তাদের পরিবারের জন্য জীবন সংগ্রাম করছিল।

বিজ্ঞাপন

হামলার দায় এখন পর্যন্ত কেউ স্বীকার করেনি। যদিও এ ব্যাপারে আল শাবাবের ওপর দায় চাপিয়েছেন সোমালিয়ার প্রেসিডেন্ট। তবে আল শাবাব এ ব্যাপারে কোনো দায় নেয়নি।

মোগাদিসুর শিক্ষা মন্ত্রণালয়ের কাছে একটি বাসে প্রথম বিস্ফোরণটি ঘটে। মানুষজন হতাহতদের উদ্ধারের চেষ্টাকালে দ্বিতীয় বিস্ফোরণটি ঘটে একটি অ্যাম্বুলেন্সে।  

রয়টার্স জানিয়েছে, বিস্ফোরণের ফলে আশেপাশের ভবনের জানালার কাচ ভেঙে গেছে। ভবনের ঠিক বাইরের রাস্তা রক্তে মেখে গেছে।
সূত্র: রয়টার্স।সাতদিনের সেরা