kalerkantho

শুক্রবার । ২ ডিসেম্বর ২০২২ । ১৭ অগ্রহায়ণ ১৪২৯ ।  ৭ জমাদিউল আউয়াল ১৪৪৪

গ্রিস উপকূলে নৌকাডুবি, ঝরল ১৫ অভিবাসীর প্রাণ

অনলাইন ডেস্ক   

৬ অক্টোবর, ২০২২ ১৩:২৬ | পড়া যাবে ১ মিনিটেগ্রিস উপকূলে নৌকাডুবি, ঝরল ১৫ অভিবাসীর প্রাণ

গ্রিস উপকূলে স্থানীয় সময় বৃহস্পতিবার নৌকাডুবির ঘটনা ঘটেছে। এএফপি জানিয়েছে, দেশটির উপকূলরক্ষীরা ১৫ অভিবাসীর মরদেহ উদ্ধার করেছে।  

গ্রিক দ্বীপ লেসবস উপকূলে অভিবাসীদের বহনকারী নৌকা ডুবে গেলে প্রাণহানির ঘটনাটি ঘটে। তুরস্কের উপকূলের কাছে লেসবস দ্বীপের পূর্ব দিকে এটি ঘটেছে।

বিজ্ঞাপন

তুরস্কের পেলোপনিস উপদ্বীপের দক্ষিণে ডুবে গেছে দ্বিতীয় আরেকটি নৌকা। সেখানে অবশ্য কোনো মৃত্যুর খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি।

গ্রিসের উপকূলরক্ষা বাহিনীর মুখপাত্র নিকস কোকলাস জানিয়েছেন, ডুবে যাওয়া একটি নৌকায় ৪০ জন আরোহী ছিল। তার মধ্যে ১৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।  

নিহতরা সবাই আফ্রিকার মানুষ। নৌকাডুবির পর ৯ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। বাকি ১৬ জন এখনো নিখোঁজ রয়েছে।

স্কাই নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, গ্রিসের জলসীমায় দুটি নৌকাডুবির ঘটনায় অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে। এখনো ৩০ জনের বেশি মানুষ নিখোঁজ রয়েছে।  

গ্রিসের দক্ষিণাঞ্চলে নৌকাডুবির দুই ঘটনায় প্রায় ৮০ জনকে উদ্ধার করা হয়েছে।
সূত্র : এএফপি, স্কাই নিউজ।সাতদিনের সেরা