kalerkantho

শনিবার । ১০ ডিসেম্বর ২০২২ । ২৫ অগ্রহায়ণ ১৪২৯ । ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৪

নেপালে তুষারধসে নিশ্চিহ্ন হিমালয়ের বেইস ক্যাম্প (ভিডিও)

অনলাইন ডেস্ক   

২ অক্টোবর, ২০২২ ১৫:৩৭ | পড়া যাবে ১ মিনিটেনেপালে তুষারধসে নিশ্চিহ্ন হিমালয়ের বেইস ক্যাম্প (ভিডিও)

নেপালে তুষারধসের ঘটনা ঘটেছে। এবারও সেই একই জায়গায়। স্বল্প সময়ের মধ্যে নিশ্চিহ্ন হয়ে গেছে নেপালের মাউন্ট মানাসলুর বেইস ক্যাম্প। ঠিক এক সপ্তাহ আগেই ভয়ংকর তুষারধসে মৃত্যু হয়েছে ভারতীয় একজন পর্বতারোহীসহ দুজনের।

বিজ্ঞাপন

 

আজকের ঘটনায় কতজন হতাহত হয়েছেন তা এখনো নিশ্চিতভাবে জানা যায়নি। তবে এক ব্যক্তির ক্যামেরায় ধরা পড়েছে প্রকৃতির তাণ্ডবের দৃশ্য।

এ বছর মাউন্ট মানাসলু অভিযানের জন্য ৪০০ জনকে অনুমতি দিয়েছে নেপাল সরকার। গত ২৬ সেপ্টেম্বর প্রায় একই জায়গায় নেমে এসেছিল তুষারধস। তাতে এক ভারতীয় পর্বতারোহীসহ দুজনের মৃত্যু হয় এবং আহত হন ১১ জন।  

জানা গেছে, গত সপ্তাহে যখন পর্বতারোহীরা মাউন্ট মানাসলুর ক্যাম্প ফোর থেকে আরো উঁচুতে চড়ার তোড়জোড় করছিলেন তখনই আচমকা নেমে আসে তুষারধস।

এবারও প্রায় একই কায়দায় হিমালয় থেকে নেমে আসে তুষারধস। মুহূর্তে গিলে নেয় বেইস ক্যাম্পসহ পুরো এলাকা। ভিডিওতে দেখা যায়, তুষারধস নামার সময়ের দৃশ্য।  

এরই মধ্যে উদ্ধারকাজ শুরু হয়েছে। আকাশে চক্কর দিচ্ছে হেলিকপ্টার।

সূত্র : এনডিটিভি।

ভিডিওটি দেখতে পারেন ...সাতদিনের সেরা