kalerkantho

শুক্রবার । ৯ ডিসেম্বর ২০২২ । ২৪ অগ্রহায়ণ ১৪২৯ । ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৪

ভূরাজনীতির ফুটবল হতে চায় না পাকিস্তান: বিলাওয়াল

অনলাইন ডেস্ক   

২৯ সেপ্টেম্বর, ২০২২ ২০:৫৬ | পড়া যাবে ২ মিনিটেভূরাজনীতির ফুটবল হতে চায় না পাকিস্তান: বিলাওয়াল

বিলাওয়াল ভুট্টো-ছবি:এএফপি

চীন ও যুক্তরাষ্ট্রের বিরোধের মধ্যে পাকিস্তান ‘ভূরাজনীতির ফুটবল’ হতে চায় না। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো এ মন্তব্য করেছেন। বিলাওয়াল আরো বলেন, তাঁর দেশ এই দুই শক্তির মধ্যে সম্পর্কের সেতুবন্ধ তৈরি করতে চায়।

পাকিস্তানের পররাষ্ট্রনীতি নিয়ে এক সাক্ষাত্কার অনুষ্ঠানে বিলাওয়াল ভুট্টো উল্লিখিত অভিমত দেন।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার পাকিস্তানের গণমাধ্যমে এ খবর প্রকাশিত হয়।

সাক্ষাত্কারে বিলাওয়াল ভুট্টো বলেন, ‘বর্তমানে আমরা বন্যার প্রভাব মোকাবেলা করছি। কোনো দিক থেকে উত্তেজনা বাড়াতে কিংবা ভূরাজনীতির ফুটবল হওয়ার মতো কিছু করতে চাই না আমি। ’

বিলাওয়াল জানান, তিনি বরং জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ে চীন ও যুক্তরাষ্ট্র এই দুই শক্তিকে ঐক্যবদ্ধ করে সেতুবন্ধ তৈরি করতে চান।

বিলাওয়ালের এই মন্তব্য এমন সময় এলো যখন ভয়াবহ বন্যার পর পাকিস্তানকে সহযোগিতার প্রশ্নে ওয়াশিংটন ও বেইজিং পরস্পরকে আক্রমণ করে বক্তব্য দিচ্ছে। কয়েক দিন আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন বলেছিলেন, বন্যার প্রভাব মোকাবেলায় পাকিস্তানকে ঋণের দায় থেকে অব্যাহতি দেওয়া উচিত চীনের। এর জবাবে ওয়াশিংটনের উদ্দেশে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন বলেন, ইসলামাবাদ-বেইজিং সম্পর্ক নিয়ে অযৌক্তিক সমালোচনা বাদ দিয়ে পাকিস্তানের জনগণের জন্য ‘বাস্তব ও কার্যকর’ কিছু করুন। সূত্র : দ্য ডন

 সাতদিনের সেরা