kalerkantho

শুক্রবার । ৯ ডিসেম্বর ২০২২ । ২৪ অগ্রহায়ণ ১৪২৯ । ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৪

রাশিয়ার স্কুলে বন্দুক হামলা, ৭ শিশুসহ নিহত অন্তত ১৩

অনলাইন ডেস্ক   

২৬ সেপ্টেম্বর, ২০২২ ১৫:৩৯ | পড়া যাবে ১ মিনিটেরাশিয়ার স্কুলে বন্দুক হামলা, ৭ শিশুসহ নিহত অন্তত ১৩

রাশিয়ার মধ্যাঞ্চলে ইজেভস্ক শহরের একটি স্কুলে সোমবার এক বন্দুকধারীর গুলিতে সাত শিশুসহ অন্তত ১৩ জন নিহত ও ২১ জন আহত হয়েছে। স্কুলটিতে প্রায় এক হাজার শিক্ষার্থী ছিল। খবর বিবিসির।

রুশ কর্মকর্তারা জানিয়েছে, গুলি চালানোর পর বন্দুকধারী আত্মহত্যা করেছে এবং তার উদ্দেশ স্পষ্ট নয়।

বিজ্ঞাপন

নিহতদের মধ্যে দুজন শিক্ষক এবং দুজন নিরাপত্তারক্ষীও রয়েছেন। স্কুল ভবন থেকে কর্মচারী এবং শিক্ষার্থীদের সরিয়ে নেওয়া হয়েছে।

রুশ গণমাধ্যম ঘটনাস্থলের ভিডিও অনলাইনে প্রকাশ করেছে, যেখানে ভবনের ভেতরে আতঙ্কের দৃশ্য দেখা গেছে। এ ছাড়াও কিছু ভিডিওতে শ্রেনীকক্ষের মেঝেতে রক্ত, জানালায় গুলির আঘাতে তৈরি ছিদ্র এবং শিশুদের ডেস্কের নিচে ভয়ে কুঁকড়ে থাকতে দেখা গেছে।

একজন স্থানীয় জনপ্রতিনিধি বলেছেন, হামলাকারীর কাছে দুটি পিস্তল ছিল।  

অন্যদিকে রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস তদন্তকারীদের বরাত দিয়ে বলেছে, বন্দুকধারী নাৎসি প্রতীকসহ টিশার্ট এবং মুখ ঢাকা মাঙ্কি টুপি পরা ছিল।

ইজেভস্ক শহরে প্রায় সাড়ে ছয় লাখ মানুষ বসবাস করে। স্কুলটি শহরের কেন্দ্রে অবস্থিত এবং কাছেই কেন্দ্রীয় সরকারের ভবন রয়েছে বলে জানা গেছে।

সূত্র : বিবিসি।সাতদিনের সেরা