kalerkantho

শনিবার । ৩ ডিসেম্বর ২০২২ । ১৮ অগ্রহায়ণ ১৪২৯ । ৮ জমাদিউল আউয়াল ১৪৪৪

ইসরায়েল শান্তিতে বিশ্বাস করে না: মাহমুদ আব্বাস

অনলাইন ডেস্ক   

২৪ সেপ্টেম্বর, ২০২২ ২০:১৮ | পড়া যাবে ১ মিনিটেইসরায়েল শান্তিতে বিশ্বাস করে না: মাহমুদ আব্বাস

শুক্রবার জাতিসংঘে মাহমুদ আব্বাস-ছবি: এএফপি

দ্বিরাষ্ট্র সমাধানের মাধ্যমে সংকট নিরসনে ইসরায়েল উদ্দেশ্যমূলকভাবে বিরোধিতা করছে বলে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের অভিযোগ। ইসরায়েলের আচরণের কারণে শান্তি আলোচনার ক্ষেত্রে দেশটির ওপর ভরসা করতে পারছেন না তিনি। গত শুক্রবার জাতিসংঘের সাধারণ অধিবেশনে দেওয়া ভাষণে তিনি এ বিষয়ে মন্তব্য করেন।

মাহমুদ আব্বাস বলেন, ইসরায়েল গাজা ও পশ্চিম তীর দখলে মেতে উঠেছে।

বিজ্ঞাপন

এ জন্য তারা ফিলিস্তিনিদের হত্যা এমনকি আরো বড় শক্তি প্রয়োগের ক্ষেত্রে সামরিক বাহিনীকে ‘সম্পূর্ণ স্বাধীনতা’ দিয়েছে।

ফিলিস্তিনের প্রেসিডেন্ট বলেন, ‘ইসরায়েলের পূর্বপরিকল্পিত ও উদ্দেশ্যমূলক নীতি স্পষ্টভাবে প্রমাণ করে তারা শান্তিতে বিশ্বাসী না। তাদের এই নীতি চলমান বিরোধ নিরসনের পথকে আরো জটিল করে তুলেছে। এ জন্য ইসরায়েলকে আর আমাদের অংশীদার ভাবছি না, যাদের সঙ্গে শান্তির বিষয়ে আলোচনা করতে পারি। ’ সূত্র : এএফপিসাতদিনের সেরা