kalerkantho

মঙ্গলবার । ৪ অক্টোবর ২০২২ । ১৯ আশ্বিন ১৪২৯ ।  ৭ রবিউল আউয়াল ১৪৪৪

বৈশ্বিক মন্দায় সৌদি অর্থনীতিতে প্রবৃদ্ধির আশা

অনলাইন ডেস্ক   

১৭ আগস্ট, ২০২২ ২০:২৩ | পড়া যাবে ১ মিনিটেবৈশ্বিক মন্দায় সৌদি অর্থনীতিতে প্রবৃদ্ধির আশা

ছবি : ইন্টারনেট

বৈশ্বিক মন্দার মধ্যেও সৌদি আরবের অর্থনীতি পুনরুদ্ধার হচ্ছে। দেশটি এ বছর ৭ দশমিক ৬ শতাংশ প্রবৃদ্ধি পাবে বলে আশা করা হয়েছে আইএমএফের একটি প্রতিবেদনে। আজ বুধবার (১৭ আগস্ট) বাহরাইনভিত্তিক গণমাধ্যম ট্রেড অ্যারাবিয়া প্রকাশিত এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

আইএমএফ এক্সিকিউটিভ বোর্ডের ২০২২ আর্টিক্যাল ৪-এ সৌদি আরবের সাথে পরামর্শের পর প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়েছে, মহামারি হ্রাসের প্রভাব, ক্রমবর্ধমান তেল উৎপাদন/মূল্য এবং একটি শক্তিশালী অর্থনীতির কারণে আর্থিক ও বাহ্যিক অবস্থানের উন্নতি হয়েছে।

বিজ্ঞাপন

২০২১ সালে সামগ্রিক প্রবৃদ্ধি ছিল ৩ দশমিক ২ শতাংশ। ২০২২ সালে এটি ৭ দশমিক ৬ শতাংশে উন্নীত হবে বলে আশা করা হচ্ছে। এ ছাড়াও তেলবহির্ভূত জিডিপি ৪ দশমিক ২ শতাংশ বৃদ্ধির আশা রয়েছে। ২০২৩ সালের জন্য আইএমএফ ৩ দশমিক ৭ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি এবং তেলবহির্ভূত ৩ দশমিক ৮ শতাংশ প্রবৃদ্ধির সম্ভাবনা দেখছে।

আইএমএফ রিপোর্টে বলা হয়েছে, পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড সমর্থিত সংস্কার এজেন্ডা এবং জাতীয় বিনিয়োগ কৌশলের অব্যাহত বাস্তবায়ন করা গেলে প্রবৃদ্ধি ত্বরান্বিত হওয়ার আশা রয়েছে।

সূত্র : ট্রেড অ্যারাবিয়াসাতদিনের সেরা