kalerkantho

মঙ্গলবার । ৪ অক্টোবর ২০২২ । ১৯ আশ্বিন ১৪২৯ ।  ৭ রবিউল আউয়াল ১৪৪৪

জেরুজালেমে গুলি হামলায় ৭ জন আহত

অনলাইন ডেস্ক   

১৪ আগস্ট, ২০২২ ১০:০৪ | পড়া যাবে ১ মিনিটেজেরুজালেমে গুলি হামলায় ৭ জন আহত

জেরুজালেম শহরের পৃথক স্থানে বন্দুকধারীদের গুলিতে অন্তত সাতজন আহত হয়েছে বলে ইসরায়েলি কর্মকর্তারা জানিয়েছেন।

স্থানীয় সময় শনিবার দিবাগত রাত দেড়টার দিকে কয়েকজন হামলাকারী একটি বাসে গুলি করে এবং ঐতিহাসিক ও ধর্মীয় স্থান ওয়েস্টার্ন ওয়ালের কাছে একটি গাড়ি পার্কিংয়ে গুলি চালায়।

হামলার পর বন্দুকধারীরা পালিয়ে যায়। শেষ খবর পাওয়া পর্যন্ত তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছিল পুলিশ।

বিজ্ঞাপন

ইসরায়েলি পুলিশের একজন মুখপাত্র স্থানীয় গণমাধ্যমকে বলেছেন, ঘটনাটিকে সন্ত্রাসী হামলা হিসেবে বিবেচনা করা হচ্ছে।

অ্যাম্বুল্যান্স পরিষেবা প্রতিষ্ঠান ম্যাগেন ডেভিড অ্যাডম (এমডিএ) বলেছে, তারা বেশ কয়েকজনকে চিকিৎসা দিয়েছে। তাদের মধ্যে দুজন গুরুতর অবস্থায় ছিল।

আহতদের জেরুজালেমের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানায় এমডিএ।

গাজা উপত্যকায় ইসরায়েলি অভিযানে কট্টরপন্থী ফিলিস্তিনি যোদ্ধা ও শিশুসহ ৪৪ জন নিহত হওয়ার এক সপ্তাহ পর এই হামলা হলো। মিসরের মধ্যস্থতায় একটি যুদ্ধবিরতির মাধ্যমে তিন দিনের ওই সহিংসতার অবসান ঘটে। ইসরায়েলের দাবি ছিল, সন্ত্রাসী দমনে ওই অভিযান চালানো হয়েছিল।  
সূত্র : বিবিসি।সাতদিনের সেরা