kalerkantho

সোমবার । ২৬ সেপ্টেম্বর ২০২২ । ১১ আশ্বিন ১৪২৯ ।  ২৯ সফর ১৪৪৪

পশ্চিমবঙ্গের বীরভূমে সড়ক দুর্ঘটনায় নিহত ৯

অনলাইন ডেস্ক   

৯ আগস্ট, ২০২২ ১৯:৫৭ | পড়া যাবে ১ মিনিটেপশ্চিমবঙ্গের বীরভূমে সড়ক দুর্ঘটনায় নিহত ৯

ভারতের পশ্চিমবঙ্গের বীরভূমে ১৪ নম্বর জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। অটো ও বাসের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয়েছে আটজন নারী শ্রমিকের। ঘটনাস্থলে প্রাণ হারিয়েছেন অটোর চালকও। ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে পুলিশ সদস্যদের।

বিজ্ঞাপন

সেখানে পৌঁছেছে রামপুরহাটের দমকল বাহিনীও।

বীরভূমের মল্লারপুরে ১৪ নম্বর জাতীয় সড়কে মঙ্গলবার বিকেলে দুর্ঘটনাটি ঘটে। একটি সরকারি বাস ও অটোর মুখোমুখি সংঘর্ষ ঘটে। সিউড়ির দিকে আসছিল সরকারি বাসটি। অন্যদিকে কাজ সেরে অটোয় চড়ে বাড়ি ফিরছিলেন শ্রমিকরা। সরকারি বাসটি ধাক্কা মারে অটোকে। দুমড়েমুছড়ে যায় তা।

সূত্র: সংবাদ প্রতিদিনসাতদিনের সেরা