রুশ সেনার কেন্দ্র পাহারা দেওয়ার এ ছবিটি গত মে মাসে তোলা হয়েছিল। ছবি: এএফপি
জাতিসংঘের আণবিক পর্যবেক্ষণ সংস্থা (আইএইএ) সতর্ক করে দিয়ে বলেছে, ইউক্রেনের জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র একটি পারমাণবিক বিপর্যয়ের খুব বাস্তব ঝুঁকির মধ্যে রয়েছে।
সংস্থাটি কেন্দ্রের কাছে যেকোনো সামরিক পদক্ষেপ অবিলম্বে বন্ধ করার আহ্বান জানিয়েছে।
আইএইএ প্রধান রাফায়েল মারিয়ানো গ্রসি বলেছেন, তিনি ইউরোপের বৃহত্তম ওই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে গোলাবর্ষণের খবরে ‘অত্যন্ত উদ্বিগ্ন’।
এর আগে ইউক্রেন কর্তৃপক্ষ বলেছিল, রুশ সামরিক হামলায় স্থাপনাটির কিছু অংশ ‘গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত’ হয়েছে।
বিজ্ঞাপন
রাশিয়া গত মার্চ মাসে কেন্দ্রটি জব্দ করে। তবে সেখানকার ইউক্রেনীয় কর্মীদের দিয়েই তারা এটি চালু রেখেছে।
শুক্রবার ইউক্রেনের পারমাণবিক সংস্থা বলেছিল, রুশ রকেট বিদ্যুৎ কেন্দ্রের কিছু অংশ ক্ষতিগ্রস্ত করেছে। তবে তখন পর্যন্ত কোনো ক্ষতিকর তেজস্ক্রিয় বিকিরণ হয়নি।
দক্ষিণ ইউক্রেনের যুদ্ধ এলাকার কাছেই থাকা জাপোরিঝিয়া ইউরোপের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র।
ইউক্রেনের পারমাণবিক সংস্থা এনারহোয়াতম বলেছে, রুশ সেনাদের রকেট হামলায় একটি নাইট্রোজেন-অক্সিজেন ইউনিট এবং একটি উচ্চ-ভোল্টেজের বিদ্যুৎ লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে।
স্থানীয় রুশ নিযুক্ত কর্মকর্তারা গোলাগুলির জন্য ইউক্রেন বাহিনীকে দায়ী করেন।
অন্যদিকে ইউক্রেন রাশিয়ার বাহিনীর বিরুদ্ধে ‘সন্ত্রাসী কৌশল’ ব্যবহার করে কেন্দ্রটিতে অবস্থান নিয়ে বেসামরিক এলাকায় রকেট ছোড়ার অভিযোগ করেছে। সূত্র : বিবিসি।