পার্লামেন্টে চড়াও হওয়া ইরাকি বিক্ষোভকারীরা। ছবি : আল জাজিরা/রয়টার্স
শত শত ইরাকি বিক্ষোভকারী বুধবার ইরান সমর্থিত দলগুলোর প্রধানমন্ত্রী পদে মনোনয়নের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে বাগদাদে পার্লামেন্ট ভবনে চড়াও হয়। বিক্ষোভকারীদের অধিকাংশই ইরাকি শিয়া নেতা মুকতাদা আল-সদরের অনুসারী।
বিক্ষোভকারীরা সরকারি ভবন ও কূটনৈতিক মিশনের আবাসস্থল রাজধানীর উচ্চ-নিরাপত্তার ‘গ্রিন জোনে’ প্রবেশ করার সময় পার্লামেন্টে কোনো আইন প্রণেতা উপস্থিত ছিলেন না। ভবনের ভেতরে শুধু নিরাপত্তা বাহিনীর সদস্যরা ছিলেন।
বিজ্ঞাপন
বিক্ষোভকারীরা মোহাম্মদ শিয়া আল-সুদানির প্রার্থিতার বিরোধিতা করছিল। সুদানি একজন সাবেক মন্ত্রী ও প্রাদেশিক গভর্নর। তিনি প্রধানমন্ত্রী পদের জন্য ইরানপন্থী সমন্বয় ফ্রেমওয়ার্কের বাছাই।
প্রধানমন্ত্রী মোস্তফা আল-কাদিমি বিক্ষোভকারীদের গ্রিন জোন থেকে অবিলম্বে সরে যাওয়ার আহ্বান জানিয়েছিলেন।
মুকতাদা আল-সদরের জোট অক্টোবর ২০২১ সালের নির্বাচনে ৭৩টি আসন জিতেছে। এটি ৩২৯ আসনের পার্লামেন্টে বৃহত্তম দল। কিন্তু ভোটের পর থেকে নতুন সরকার গঠনের আলোচনা থমকে গেছে। আল-সদরও রাজনৈতিক প্রক্রিয়া থেকে সরে এসেছেন।
সূত্র : আলজাজিরা